ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২০.৪৫ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৪, ১২ জুন ২০১৬

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২০.৪৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের মূল্যসূচক। রমজান মাস শুরু হওয়ায় লেনদেনের সময় কমে যাওয়ার কারণেই গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২০ দশমিক ৪৫ শতাংশ সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া নতুন তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজকে ঘিরেও পুরো সপ্তাহের লেনদেন হওয়ার কারণে অন্যান্য কোম্পানিকে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে। তবে সার্বিকভাবে সূচক কিছুটা বাড়ার কারণে পিইও রেশিও সামান্য বেড়েছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৪৪৩ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭২৫ কোটি ৭৭ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৬৯ কোটি ৫১ লাখ টাকার। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮১ দশমিক ৮৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে দশমিক ৭৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৬ দশমিক ৪৯ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৮৫ শতাংশ। সপ্তাহের শুরুতে সূচকের কিছুটা পতন হলেও শেষের দিকে এসে সূচকের কিছুটা উর্ধগতি দেখা দেয়। তবুও সার্বিকভাবে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৬১ শতাংশ বা ২৭ দশমিক ১০ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৩১ শতাংশ বা ২৩ দশমিক ১২ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ২৯ শতাংশ বা ১৪ দশমিক ১০ পয়েন্টে। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ স্টিল মিলস লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ড্রাস্টিজ, তিতাস গ্যাস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মবিল যমুনা বিডি, ডরিন পাওয়ার ও বেক্সিমকো ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, বিএসআরএম স্টিল মিলস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, প্যারামাউন্ট টেক্সটাইল, ইবনে সিনা, তসরিফা ইন্ডাস্টিজ, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড ও ফার কেমিক্যাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এমবিএল মিউচুয়াল ফান্ড, আল আরাফাহ ইসলামী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফাস ফাইনান্স, দুলা মিয়া কটন, এ´িম ব্যাংক মিউচুয়াল ফান্ড, সাইফ পাওয়ার টেক, প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, লাফার্জ সুরমা সিমেন্ট, আইএসএন ও ইনটেক অনলাইন। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির। আর দর কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১২৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক কমেছে দশমিক ৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টি কোম্পানির। আর দর কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
×