ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওপেনইন্ডে রূপান্তরিত হচ্ছে ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড

প্রকাশিত: ০৭:০৪, ৫ জুন ২০১৬

ওপেনইন্ডে রূপান্তরিত হচ্ছে ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড ক্লোজইন্ড থেকে ওপেনইন্ডে রূপান্তর হচ্ছে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি ফান্ডটির রূপান্তর প্রস্তাব এই অনুমোদন দিয়েছে। উল্লেখ, ক্লোজইন্ড ফান্ড হচ্ছে মেয়াদী মিউচুয়াল ফান্ড। মেয়াদ শেষে সাধারণত এই ফান্ডের অবসায়ন ঘটে। তবে আমাদের দেশের বিদ্যমান আইন অনুসারে, ইউনিট হোল্ডাররা চাইলে মেয়াদ শেষে ক্লোজইন্ড ফান্ডকে ওপেনইন্ড ফান্ডে রূপান্তর করা যায়। ওপেনইন্ড ফান্ডের কোন নির্দিষ্ট মেয়াদ থাকে না। এটি বছরের পর বছর চলতে পারে। ৬ষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড একটি মেয়াদী মিউচুয়াল ফান্ড ছিল। এটি ১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তখন অবশ্য মিউচুয়াল ফান্ডের মেয়াদ সংক্রান্ত কোন আইন ছিল না। পরবর্তীতে বিএসইসি ক্লোজইন্ড মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ ১০ বছর মেয়াদ বেঁধে দেয়। তবে পুঁজিবাজারের নাজুক অবস্থার পরিপ্রেক্ষিতে কয়েক দফা এর মেয়াদ বাড়ানো হয়। গত বছর বিএসইসি ফান্ডটির মেয়াদ বাড়ানোর আবেদনে সাড়া না দিয়ে এটিকে অবসায়ন করা অথবা ওপেনইন্ড আন্ডে রূপান্তরের নির্দেশ দেয়। ওই বছরের ৩ সেপ্টেম্বর এ নির্দেশ দেয়া হয়। তাতে ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে এ ফান্ডটিকে বে-মেয়াদীতে রূপান্তর অথবা গুটিয়ে নিতে বলা হয়।
×