ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনীতির ॥ টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৮, ২৯ মে ২০১৬

বিশ্ব অর্থনীতির ॥ টুকরো খবর

কৃষিখাতে ভর্তুকি বাড়তে পারে : অর্থমন্ত্রী আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে কৃষিসহ অন্যান্য খাতে ভর্তুকি অব্যাহত থাকবে। বিশেষ করে কৃষিখাতে ভর্তুকি বাড়ানোর সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে তিনি বলেছেন, চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরের বাজেটও উচ্চাভিলাষী হবে। সচিবালয়ে কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ অর্থমন্ত্রীর কাছে ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ শীর্ষক ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের সুপারিশ হস্তান্তর করেন। এ সময় অর্থমন্ত্রী এ সব কথা বলেন। গার্মেন্টস খাতে নিরাপদ কর্মপরিবেশ দেখতে চায় কানাডা কানাডা বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনয়েট পিয়ারি লারামি।ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডিসিসিআই ও কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) যৌথভাবে ‘২০১৫ সালে বাণিজ্যে বাংলাদেশ ও কানাডার মধ্যে ২ বিলিয়ন ডলার অর্জন’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে। প্রথমবারের মতো বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্যে দুই বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গত ১৫ বছরে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দ্রুত বৃদ্ধি পেয়েছে। রমজান উপলক্ষে মুরগির দাম চড়া রমজানকে সামনে রেখে বেড়েছে মুরগির দাম। কিছুদিন আগেও যে মুরগির দাম ছিল কেজি প্রতি ১৪৫ থেকে ১৫০ টাকা। দামে বেড়ে আজ শুক্রবার তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা। রাজধানীর ভাসানটেক, কাফরুল, কচুক্ষেত, মহাখালী কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বাজারে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে ফার্মের মুরগি। ব্রয়লার প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে দেশী মুরগি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩১০ টাকা কেজিতে। পাকিস্তানী মুরগি পিস ২০০ টাকা এবং কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে। এ সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে ৪২০ টাকা কেজি। তবে খাসির মাংস পূর্বের দামে ৫৬০ থেকে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকায় দু’দিনব্যাপী যাকাত ফেয়ার শুরু“ ‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী যাকাত ফেয়ার ২০১৬। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ফেয়ারের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও সেনাপ্রধান লে. জে. (অব) এম. নুরুদ্দীন খান। উদ্বোধনী অনুষ্ঠানে লে. জে. (অব) এম. নুরুদ্দীন খান বলেন, ‘দারিদ্র্য দূরীকরণে এবং মানবিক উন্নয়নে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার ভিত্তিতে যাকাত প্রদান করা উচিত। গতানুগতিক রিলিফের মতো যাকাত প্রদান করা উচিত নয়। ’উল্লেখ্য, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে এ যাকাত ফেয়ার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে। যাকাত ফেয়ার সকলের জন্য উন্মুক্ত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও ঋণ দেয়ার ব্যাপারে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে খেলাপি ঋণ আদায়ের বিষয়েও তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের এক সভায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন গবর্নর ফজলে কবীর ব্যাংকগুলোকে সতর্ক করে দেন। উল্লেখ্য, এই চার ব্যাংকের আর্থিক সূচক ও ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কয়েক বছর আগে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী প্রতি তিন মাস পরপর ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। এমডিসহ ৮ কোম্পানির সব পরিচালককে জরিমানা নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন জমা দিতে না পারায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) কোম্পানিগুলোর পরিচালকদের এক লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৫৭৪তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সিডিবিএলের (সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ) কার্যক্রম তদারকিতে বিএসইসির কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার কারণে ৯ কোম্পানির পরিচালনা পর্ষদকে আর্থিক জরিমানা করা হয়েছে। অর্থনীতি ডেস্ক
×