ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এমজেএল বিডির এজিএম স্থগিত

প্রকাশিত: ০৪:০০, ২৯ মে ২০১৬

এমজেএল বিডির এজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের (এমজেএলবিডি) পরিচালনা পর্ষদ ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। তবে রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানির এজিএম স্থগিত করা হয়েছে। এর আগে কোম্পানি আগামী ১৬ জুলাই এজিএম করার ঘোষণা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী কোম্পানির হিসাব বছর জুনে শেষ হবে। এরপরে কোম্পানি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে। কোম্পানিটি আরও জানায়, কোম্পানির ঘোষিত ৪০ শতাংশ লভ্যাংশ অপরিবর্তিত থাকবে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসাবে বিবেচিত হবে। এই লভ্যাংশের টাকা আগামী ৩০ জুনের মধ্যে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হবে। -অর্থনৈতিক রিপোর্টার ওটিসির ৯ কোম্পানিকে জরিমানা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে ওভার দ্য কাউন্টারের (ওটিসি) ৯ কোম্পানিকে জরিমানা করা হয়েছে। কোম্পানিগুলো হলো -মেঘনা শ্রিম্প কালচার, টিউলিপ ডেইরি এ্যান্ড ফুডস প্রোডাক্ট, চিক টেক্সটাইল, বাংলাদেশ ইলেকট্রিক মিটার, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট, রোজ হ্যাভেন বলপেন, রাসপিট ইঙ্ক বাংলাদেশ, মিতা টেক্সটাইল এবং মেটালেক্স কর্পোরেশন লিমিটেড। বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৭৪তম সভায় এ জরিমানা করা হয়। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। বিএসইসি সূত্র জানিয়েছে, কোম্পানিগুলো নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায় এ জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেঘনা শ্রিম্প কালচার লিমিটেড সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ লঙ্ঘন করেছে। বাকি ৮টি কোম্পানি ১২ নং রুলসসহ একই ধারার ১৩ নম্বর রুলস ভঙ্গ করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×