ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মেড ইন বাংলাদেশ’ টেলিফিল্মের প্রদর্শনী

প্রকাশিত: ০৩:৫১, ২৯ মে ২০১৬

‘মেড ইন বাংলাদেশ’ টেলিফিল্মের প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ ‘গো বাংলাদেশ’ প্রকল্প ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষ্যে বসুন্ধরা সিটি’র স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ টেলিফিল্ম প্রদর্শনীর আয়োজন করে। টেলিফিল্মটির নাম ‘মেড ইন বাংলাদেশ’। এ টেলিফিল্মে দেশের পোশাক শিল্পের নারীকর্মীদের প্রতিদিনের সংগ্রাম আর সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে। টেলিফিল্মটি দেখতে আসেন দূতাবাসের প্রতিনিধি ও দেশের গণ্যমান্য ব্যক্তিত্ব। টেলিফিল্ম প্রদর্শনীর আগে বক্তব্য রাখেন নেদারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিস মারটিনা ভ্যান হুগস্ট্রাটেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের এসআরএইচআর এডুকেশন অ্যান্ড জেন্ডার-এর ফার্স্ট সেক্রেটারি মিস এলা ডি ভুক্ষুড, এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অরগানাইজেশন বাংলাদেশের টিম লিডার ফারথিবা রাহাত খান; আর এইচ স্টেপ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; টেলিফিল্মটির নির্মাতা; পোশাক শিল্পের আন্তর্জাতিক ক্রেতা এবং স্বনামধন্য গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
×