ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় শিশু ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:০২, ২৭ মে ২০১৬

ইন্দোনেশিয়ায় শিশু ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদণ্ড

ইন্দোনেশিয়া শিশু ধর্ষণকারীদের শাস্তি আরও কঠোর করেছে। অপরাধীদের দেয়া হবে মৃত্যুদ- ও নির্বীর্যকরণের মতো কঠোর শাস্তি। খবর বিবিসির। ১৪ বছর বয়সী এক মেয়েকে গণধর্ষণ ও হত্যাসহ সাম্প্রতিক বেশ কয়েকটি সহিংস অপরাধের ঘটনায় গণঅসন্তোষ ও বিক্ষোভ দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, শিশুদের ওপর যৌন সহিংসতা থেকে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় শাস্তির এই বিধান। এর আগে প্রাপ্তবয়স্ক অথবা শিশু ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ছিল ১৪ বছরের জেল। শিশুদের ওপর যৌন নিপীড়নের দায়ে সাজা ভোগকারীরা জেল থেকে মুক্তি পাওয়ার পর তাদের এখন থেকে ইলেক্ট্রনিক মনিটরিং যন্ত্র পরিয়ে দেয়া হতে পারে। মৃত্যুদ- ও নির্বীর্যকরণ শাস্তির সমর্থনে জরিপ ভোট ও সামাজিক গণমাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে বেশ কয়েকজন শীর্ষ মানবাধিকার কর্মী এ শাস্তির বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। জরুরী ভিত্তিতে প্রেসিডেন্টের আদেশে জারি করা নতুন এই আইন অবিলম্বে কার্যকর হবে। তবে পরবর্তীতে পার্লামেন্টে এটি বাতিল হতে পারে। প্রেসিডেন্ট উইদোদে বলেছেন, বিশেষ ধরনের অপরাধ দমনে ব্যতিক্রমী শাস্তি প্রয়োজন।
×