ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আকস্মিক ঝড়ে শিমুলিয়া ঘাটের পন্টুন পদ্মায়, রো রো ফেরি বন্ধ

প্রকাশিত: ০৫:৪৬, ২৬ মে ২০১৬

আকস্মিক ঝড়ে শিমুলিয়া ঘাটের পন্টুন পদ্মায়, রো রো ফেরি বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ দেশে আরও দু’দিন বৃষ্টি থাকতে পারে। বুধবারও রাজধানীসহ দেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হয়েছে। আকস্মিক ঝড়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের রো রো পন্টুন পদ্মায় ভেসে গেছে। মানিকগঞ্জে গাছচাপায় একজন এবং বরিশালে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। জুনের প্রথমার্ধে সারাদেশে বিস্তার লাভ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা)। থাকবে স্বাভাবিক বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দু’টি নিম্নচাপ। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতর জানায়, আজ বৃহস্পতিবার রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সূত্রটি আরও জানায়, বুধবার ঢাকায় ১৯ মিলিমিটার, ময়মনসিংহে ১৯ মিমি, টাঙ্গাইলে ৬ মিমি, ফরিদপুরে ৫ মিমি, মাদারীপুরে ১৯ মিমি, গোপালগঞ্জে ৪৯ মিমি, নেত্রকোনায় ৪৭ মিমি, সন্দ্বীপে ২৫ মিমি, সীতাকু-ে ১১ মিমি, কুমিল্লায় ১৬ মিমি, চাঁদপুরে ২৭ মিমি, মাইজদীকোর্টে ৫ মিমি, ফেনীতে ২ মিমি, হাতিয়ায় ২ মিমি, কুতুবদিয়ায় ৩৯ মিমি, টেকনাফে ২ মিমি, রাজশাহীতে ১১ মিমি, ঈশ্বরদীতে ৮ মিমি, বগুড়ায় ৪২ মিমি, বদলগাজীতে ১৯ মিমি, তাড়াশে ৬ মিমি, রংপুরে ৪ মিমি, সৈয়দপুরে ৯ মিমি, ডিমলায় ৫ মিমি, খুলনায় ৩১ মিমি, মংলায় ১৭ মিমি, সাতক্ষীরায় ৩ মিমি, যশোরে ১৯ মিমি, চুয়াডাঙ্গায় ১২ মিমি, কুমারখালীতে ১৫ মিমি এবং পটুখালী ও খেপুপাড়ায় ১ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। সূত্রটি আরও জানায়, জুনে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকায় ৩৫৫ মিলিমিটার, চট্টগ্রামে ৫৮৯ মিমি, সিলেটে ৬৩৪ মিমি, রাজশাহীতে ২৯৯ মিমি, রংপুরে ৩৯৬ মিমি, খুলনায় ২৯৮ মিমি ও বরিশালে ৪৮৩ মিলিমিটার হতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গঙ্গা-পদ্মা ও সুরমা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। তবে ব্রহ্মপুত্র-যমুনা ও কুশিয়ারা নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে। পর্যবেক্ষণাধীন ৮৫ পানি সমতল স্টেশনের মধ্যে বুধবার ৩৩টির পানি বৃদ্ধি ও ৩৯টির পানি হ্রাস পায়। আর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল চার নদীর পানি। স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটের আকস্মিক ঝড়ে রো রো ফেরিঘাটের পন্টুন পদ্মায় ভেসে গেছে। এতে বুধবার বিকেল চারটা থেকে এ ঘাট দিয়ে রো রো ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে অপর দুটি ঘাট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ঝড়ের কারণে এ সময় অন্যান্য ফেরি, লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচলও বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসির এজিএম খালেদ নেওজান জানান, বুধবার বিকেল চারটার দিকে আকস্মিক ঝড় শুরু হয়। এ সময় শিমুলিয়া ঘাটের ৩নং রো রো ফেরিঘাটের পন্টুনটি ঝড়ের তোড়ে এর ৭টি কেবেল ছিঁড়ে পাশের চ্যানেলের চরে নিয়ে যায়। এ সময় পন্টুনটিতে দুটি রো রো ফেরিসহ ৪টি ফেরি নোঙর করা ছিল। রো রো ফেরি শাহ আলীর চালকের বুদ্ধিমত্তায় তাৎক্ষণিক ফেরি চালু করে পন্টুনটির সঙ্গে তাল মিলিয়ে চালিয়ে নেয়ায় এটি বেশি দূরে নিয়ে যেতে পারেনি ঝড়। এ ঘাট দিয়ে রো রো ফেরি লোড আনলোড বন্ধ হয়ে যাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে ঝড় থেমে গেলে বিকেলে ৫টার দিকে রো রো ফেরিঘাট ছাড়া অপর দুটি ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু হয়। তিনি আরও জানান, পন্টুনটি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। ক্যামেলিয়া নামে একটি ফেরিতে করে রেকার নিয়ে পন্টুনের র‌্যামগুলো তুলে তারপর ফেরি ও টাগ বোটের সাহায্যে এটিকে টেনে নিয়ে আসা হবে। অপরদিকে ঝড়ের সময় লঞ্চ, সিবোট ও ট্রলার চলাচল সাময়িক বন্ধ হলেও ঝড়েই পরই তা সচল করা হয়। নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, ঘিওরে ঝড়ের সময় গাছচাপা পড়ে রমজান আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রমজান আলী ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের সিধুনগর গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রচ- ঝড়ের সময় রমজান আলী আশ্রয়ের জন্য উপজেলার সদরে ভূমি অফিসের বারান্দায় যাচ্ছিলেন। এ সময় একটি গাছ তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বাবুগঞ্জ উপজেলার কেদারপুরের নতুরচর ভূতেরদিয়া গ্রামের গনি হাওলাদারের পুত্র সাইদুর রহমান হাওলাদার (৩২) মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতে মারা যান। এ সময় আহত হয়েছেন দ্বীন ইসলাম (২৭) ও সেনাবাহিনীর সদস্য এনামুল হক (৩০)। গুরুতর অবস্থায় এনামুলকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন বিকেলে নগরীর নবগ্রাম রোড সিকদারপাড়া এলাকার বাসিন্দা মনির সিকদারের পুত্র উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র তাওসীন সিকদার বজ্রপাতে মারা যায়।
×