ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনা ॥ বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:২৫, ২৪ মে ২০১৬

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনা ॥ বিচার দাবিতে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তের লাঞ্ছনার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- টাঙ্গাইল ॥ শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতি। রবিবার দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় তারা শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিতকারী সেলিম ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানান। ঈশ্বরদী ॥ শিক্ষক লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রবিবার সকালে ঈশ্বরদীর ‘জিরো’ পয়েন্ট রেলগেটে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার পক্ষ থেকে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। সমিতির সভাপতি অধ্যক্ষ আইনুল ইসলামের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এসব কর্মসূচীতে বক্তব্য দেনÑ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, অধ্যক্ষ ড. আসলাম হোসেন, অধ্যক্ষ আব্দুল হামিদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ আক্তার পান্না, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কু-ু। সুনামগঞ্জ ॥ জেলার সর্বস্তরের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। সোমবার দুপুরে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক আপ্তাব উদ্দিন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় (বাকবিশিক) জেলা সভাপতি চিত্তরঞ্জন তালুকদার ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কানন বন্ধু রায়। নীলফামারী ॥ নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনাকারী সংসদ সদস্যের শাস্তির দাবিতে ডোমারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। রবিবার বেলা ১১টার দিকে ডোমার উপজেলা শিক্ষক সমাজের ব্যানারে শহরের রেলঘুণ্টি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে আওয়ামী লীগ, সিপিবি, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
×