ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী চীন

প্রকাশিত: ০৪:২৩, ২৪ মে ২০১৬

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী চীন

অর্থনৈতিক রিপোর্টার ॥ তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অগ্রগতি আগ্রহী করে তুলেছে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি চীনের বিনিয়োগকারীদের। প্রয়োজনীয় পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ নিয়ে এদেশে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছেন তারা। যা দেশের সাধারণ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীন। যাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ব অর্থনীতির ১৫ শতাংশ। সভ্যতার ৫ শ’ বছর বহনকারী দেশটির সঙ্গে গত ৪ দশক ধরেই শক্ত অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। এ দেশে বিদেশী বিনিয়োগের বড় একটি অংশ আসে চীন থেকে। পাকিস্তান, চীন, কাজাখিস্তানের মতো দেশে যেখানে বাড়ছে চীনের বিনিয়োগ, সেখানে ভূ-রাজনীতিতে শক্তিশালী বাংলাদেশে গত ২ বছর ধরে কমে গেছে চীনের বিনিয়োগ। তবে এদেশের তথ্যপ্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাত এখন আগ্রহী করে তুলেছে দেশটির বিনিয়োগকারীদের। হ্যান্ডসেট প্রোডাক্ট লাইন হুয়াওয়ের প্রেসিডেন্ট কেভিন হো বলেন, ‘সাত বছর ধরে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আমার আসা যাওয়া রয়েছে। পৃথিবীর এক পঞ্চমাংশ মানুষের বাস এ অঞ্চলে। তাই বিনিয়োগের জন্য এটি একটি আদর্শ জায়গা। আমরা বিভিন্ন মাধ্যমে বিনিয়োগে আগ্রহী। ভোক্তাদের সবচেয়ে ভাল পণ্যটি দেয়ার পাশাপাশি আমরা চাই একটি উন্নত সম্পর্ক তৈরি করতে, যাতে পরস্পরই লাভবান হতে পারে।’ বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ইলেক্ট্রনিক্স পণ্যের সিএসই এশিয়া মেলায়ও আলোচিত হয় বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি। তবে এক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছেন চীনা ব্যবসায়ীরা। চীনা ব্যবসায়ী জ্যাক বিং জিয়ান লি বলেন, ‘বিনিয়োগের জন্য পরিবেশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেত্রকোনায় কৃষি ব্যাংকের ১০৩১তম শাখা উদ্বোধন বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘ছেছড়াখালি শাখা’ সম্প্রতি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ। -বিজ্ঞপ্তি
×