ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে মাদক বিরোধী সাইকেল রেস প্রতিযোগিতা

প্রকাশিত: ০০:০১, ৬ মে ২০১৬

জয়পুরহাটে মাদক বিরোধী সাইকেল রেস প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ ‘সুস্থ্য-সুন্দর আগামীর জন্য মাদক মুক্ত জীবন’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে স্কুল পর্যায়ের ছাত্রদের সাইকেল রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৮ টায় পুলিশ সুপার নজরুল ইসলামের উদ্যোগে জয়পুরহাট কিং-কুইন জিম আয়োজিত এই সাইকেল রেস প্রতিযোগিতা জয়পুরহাট সার্কিট হাউস মাঠ হতে শুরু হয়ে হিচমি বাইপাস সড়ক দিয়ে পুরানাপৈল হয়ে জেলা প্রশাসন চত্তরে এসে শেষ হয়। প্রতিযোগিদের উৎসাহিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এই রেসে অংশগ্রহণ করেন। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুর রহিম, বিশেষ অতিথি পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল অশোক কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জহুরুল ইসলাম ও কিং-কুইন জিমের পরিচালক আমানুল্যা আমান। সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার (বাই সাইকেল) বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আব্দুর রহিম ও পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। সাইকেল রেসে প্রথম স্থান অধিকার করে জয়পুরহাট সদর উপজেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাকিবুল হাসান, দ্বিতীয় স্থান পুলিশ লাইন্স একাডেমীর ছাত্র নিশাদ রাহমান ও তৃতীয় স্থান অধিকার করে জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সারপাজ শাহাদৎ। প্রতিযোগিতায় মোট ৬০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।
×