ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে বিদ্রোহী প্রার্থীই গলার কাঁটা

প্রকাশিত: ২১:২৮, ৫ মে ২০১৬

শেরপুরে বিদ্রোহী প্রার্থীই গলার কাঁটা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ চতুর্থ দফার আওতায় শেরপুর সদরের অবশিষ্ট ৭টি ইউনিয়ন ও সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ মে শনিবার। ওই ১৪ ইউনিয়নের মধ্যে শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বারী চাঁন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখন চেয়ারম্যান পদে নির্বাচন হবে ১৩ ইউনিয়নে। ওই নির্বাচনে শেরপুর সদরে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী এবং ঝিনাইগাতীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ কোন কোন ইউনিয়নে তাদের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে ২৩ এপ্রিল তৃতীয় দফায় অনুষ্ঠিত শেরপুর সদরের ৬টি ইউনিয়নের মধ্যে ৪ টিতেই নানা মেরুকরণে আওয়ামী লীগ প্রার্থীরা হেরে যাওয়ায় দলের চতুর্থ দফায় অনুষ্ঠেয় প্রার্থীরা অনেকটাই দুঃশ্চিন্তায় ভুগছেন। বিদ্রোহী প্রার্থীই তাদের গলার কাঁটা বলে ভাবা হচ্ছে। ফুরফুরে মেজাজে রয়েছেন বিদ্রোহী প্রার্থীরাই। অন্যদিকে ২/৩টি ইউনিয়ন ছাড়া অন্যান্য ইউনিয়নগুলোতে বিএনপি ও জাতীয় পার্টির অবস্থান একেবারেই নড়বড়ে।
×