ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১ মে এসএসসি পরীক্ষার ফল

প্রকাশিত: ০৬:১৯, ৩ মে ২০১৬

১১ মে এসএসসি পরীক্ষার ফল

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ মে প্রকাশ করা হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সোমবার শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পরীক্ষার ফল প্রকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ১১ মে সময় দিয়েছেন। আমরা ওই দিন দুপুর ১টার মধ্যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করব। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এখন বিদেশে রয়েছেন, তিনি দেশে ফিরলে সংবাদ সম্মেলনের সময় ঠিক করে জানিয়ে দেয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ফল প্রকাশের জন্য ১০ বা ১১ মে সময় চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল। প্রধানমন্ত্রী ১১ মে সময় দেয়ায় ওই দিন ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়। ইতোমধ্যেই বোর্ডকে সে অনুসারে প্রস্তুতি নিতে বলেছে মন্ত্রণালয়। রীতি অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তাস্তর করবেন। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে সারাদেশে ফল প্রকাশ করা হয়। গত ১ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১০ মার্চ। পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৮টি বোর্ডের অধীন এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে দুই লাখ ৪৮ হাজার ৮৬৫ ও কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এবার তিন হাজার ১৪৩টি কেন্দ্রে ২৮ হাজার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা ॥ সরকারের কাছে ৩ দফা দাবি তুলে ধরল বেসরকারী বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সংগঠনের ৩ দফার মধ্যে রয়েছে- মেধা লালন ভর্তুকি, সহজ শর্তে শিক্ষা ঋণ ও গবেষণার জন্য উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
×