ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:১০, ২২ এপ্রিল ২০১৬

ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৮ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৪৭ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৪.১১ টাকা (মাইনাস)। ঘোষিত এই লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন সকাল ১০টায় ব্র্যাক-সিডিএম, সাভারে অনুষ্ঠিত হবে। আর এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে। -অর্থনৈতিক রিপোর্টার আর্থিক বছর পরিবর্তন করবে খুলনা পাওয়ার পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। পাশাপাশি আর্থিক বছর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কেপিসিএলের বোর্ড সভা আগামী ২৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পরিবর্তে অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটি। এদিকে কোম্পানিটি ফাইন্যান্স এ্যাক্ট, ২০১৫ অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ারের সমাপ্ত সময় ৩১ ডিসেম্বরের পরিবর্তে ৩০ জুন করবে। আর বিষয়টি অনুমোদনের জন্য আরজেএসসি এবং বিএসইসিতে আবেদন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার তিতাস গ্যাসের সভা বুধবার অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৬টায় সভাটি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির তৃতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, তিতাস গ্যাস ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×