ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২২ বছরে প্রাইম ব্যাংক

মূলধন বেড়েছে ১ হাজার ২৯ কোটি টাকা

প্রকাশিত: ০৬:০৬, ১৭ এপ্রিল ২০১৬

মূলধন বেড়েছে ১ হাজার ২৯ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী প্রাইম ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১ হাজার ২৯ কোটি ৩৪ লাখ টাকা। ১৯৯৫ সালে ব্যাংকটি মাত্র ১০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছিল। এ হিসাবে ২১ বছরে ব্যাংকটির মূলধন বেড়েছে ১ হাজার ১৯ কোটি টাকার বেশি। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান এ কথা জানান। ব্যাংকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আহমেদ কামাল বলেন, ২০১৫ সাল শেষে ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৮৪ কোটি টাকা, আর বিনিয়োগ করা হয়েছে ১৫ হাজার ১৮৬ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের ১৪৫টি শাখা আছে, এটিএম আছে ১৭০টি এবং মানি এক্সচেঞ্জ আছে তিনটি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাইম ব্যাংক সরাসরি কোন সিএসআর কার্যক্রম পরিচালনা করে না। সিএসআর কার্যক্রমের জন্য আলাদা করে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন গঠন করা হয়েছে। প্রাইম ব্যাংকের বার্ষিক প্রকৃত মুনাফার ৪ শতাংশ এ ফাউন্ডেশনে দেয়া হয় প্রতিবছর। তা দিয়েই সিএসআর কার্যক্রম চলে। সিএসআরের আওতায় বেশকিছু সাফল্যজনক প্রকল্প রয়েছে। তার একটি প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি প্রকল্প। দেশের প্রতিষ্ঠিত শিক্ষাবিদদের তত্ত্বাবধানে শিক্ষাবৃত্তি দেয়া হয় প্রকৃত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের। সংবাদ সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, রাহেল আহমেদ, মোঃ তৌহিদুল আলম খান, আহমেদ শাহীন, সৈয়দ ফরিদুল ইসলামসহ অন্য উর্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
×