ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপীল বিভাগ কোন আদেশ দেয়নি ॥ মান্নানই রইলেন গাসিক মেয়র

প্রকাশিত: ০৯:০৫, ১৪ এপ্রিল ২০১৬

আপীল বিভাগ কোন আদেশ দেয়নি ॥ মান্নানই রইলেন গাসিক মেয়র

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে সাময়িক বরখাস্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা স্থগিতাদেশে (নো অর্ডার) কোন আদেশ দেয়নি আপীল বিভাগ। সুপ্রীমকোর্টের এই আদেশের ফলে অধ্যাপক এমএ মান্নানই মেয়র থাকলেন বলে জানান আইনজীবীরা। গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের করা এক আবেদনের শুনানি করে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেয়। আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। কিরণের পক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×