ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে নির্বাচনী প্রচার নিয়ে সংঘর্ষে হত ১

প্রকাশিত: ০৯:১৭, ১৩ এপ্রিল ২০১৬

রূপগঞ্জে নির্বাচনী প্রচার নিয়ে সংঘর্ষে হত ১

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১২ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত জাহাঙ্গীর মিয়া (৪০) নামে এক ব্যক্তি মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করা হয়। সংঘর্ষ ও নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্য রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বড়ভিটা এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা। নিহত জাহাঙ্গীর মিয়া বড়ভিটা এলাকার ইলিয়াছ মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহাম্মেদ আলমাছের সমর্থক ছিলেন। এছাড়া গ্রেফতারকৃতরা হলো মঙ্গলখালী এলাকার বাতেন মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২) ও মুড়াপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মিলন মিয়া।
×