ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রথমে বস তারপর দাদি

প্রকাশিত: ০৪:০০, ১৩ এপ্রিল ২০১৬

প্রথমে বস তারপর দাদি

ব্রিটিশ রানী এলিজাবেথকে প্রথমে বস ও তারপরে দাদি হিসেবে দেখেন প্রিন্স হ্যারি। রানীর ৯০তম জন্মদিন উপলক্ষে ‘এলিজাবেথ এ্যাট নাইনটি-এ ফ্যামিলি ট্রিবিউট’ শিরোনামে এক ডক্যুমেন্টারির সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন হ্যারি। রাজপরিবারের ছয় সদস্য এতে সাক্ষাতকার দিয়েছেন। ৭০ মিনিটের এই অনুষ্ঠানটি ২১ এপ্রিল বিবিসি ওয়ানে প্রচারিত হবে। - টেলিগ্রাফ এলডিএলতে ক্যান্সারের ঝুঁকি শুধু হার্ট নয়, রক্তে উচ্চমাত্রার খারাপ কোলেস্টেরল বা এলডিএল ডেকে আনতে পারে ক্যান্সারও। কানাডার ইউনিভার্সিটি অব এ্যালবার্টা ও অস্ট্রিয়ার মেডিক্যাল ইউনিভার্সিটি অব গ্রাজের গবেষকরা বলেছেন, এলডিএল নিয়ন্ত্রণে রাখতে পারলে ক্যান্সার কোষ বৃদ্ধি কমানো যাবে। লিপিডকে (মেদের অনু) বিল্ডিং ব্লক হিসেবে ব্যবহার করে টিউমার এবং শরীরের লিপিড মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে ক্যান্সার সেল বাড়িয়ে দেয়। -সায়েন্স ডেইলি
×