ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

প্রকাশিত: ০৪:৪০, ১২ এপ্রিল ২০১৬

বগুড়ায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র শিল্পনগরীখ্যাত বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চলবে এ মেলা। রবিবার বিকেলে শহরের কামারগাড়ী এলাকায় আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন সিআইপি, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডল। মেলায় মোট ৭০টি প্যাভিলিয়ন ও স্টলে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য কেনাকাটার সুযোগ পাবেন ক্রেতা সাধারণ। মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে ১০ টাকা। -স্টাফ রিপোর্টার, বগুড়া মার্চে আন্তর্জাতিক বাজারে খাদ্য পণ্যের দাম সামান্য বেড়েছে চলতি বছরের মার্চে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে। জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান খাদ্য ও কৃষি সংস্থা বলছে, আলোচিত মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ১ শতাংশ বেড়েছে। সম্প্রতি এ তথ্য দিয়েছে সংস্থাটি। তবে এই দর গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ কম। সর্বশেষ তথ্যে সংস্থাটি জানিয়েছে, বিশ্বব্যাপী চিনির দর বেড়েছে। আর এর প্রভাবে খাদ্যের মোট মূল্য সূচকে উর্ধগতি দেখা গেছে। পণ্যটির দর এ মাসে ফেব্রুয়ারি থেকে ৩২ পয়েন্ট বেড়ে গড়ে প্রায় ২১৯ পয়েন্টে অবস্থান করছে। যা গত ২০১৪ সালের নবেম্বর থেকে সর্বোচ্চ। এফএওর খাদ্য মূল্য সূচকে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে ভোজ্য তেলের দর ৩ শতাংশ বেড়েছে। গত ১৫ মাসে সবচেয়ে বেশি। তবে মাংসের দামে কোন পরিবর্তন হয়নি। অন্যদিকে, আলোচিত মাসে দানা জাতীয় খাদ্যশস্যের দাম হাল্কা কমেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×