ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন দশক পূর্তিতে প্রতীক থিয়েটারের নাট্যোৎসব

প্রকাশিত: ০৪:০২, ১২ এপ্রিল ২০১৬

তিন দশক পূর্তিতে প্রতীক থিয়েটারের নাট্যোৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ হবিগঞ্জের নাট্যদল প্রতীক থিয়েটারের তিন দশক পূর্তি উপলক্ষে আগামী ১৪ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী নাট্যোৎসব। হবিগঞ্জের চুনারুঘাট এলাকার দেউন্দি চা বাগানে প্রতীক থিয়েটার মঞ্চে নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। নাট্যোৎসব উদ্বোধনে প্রধান অতিথি থাকবেন এ্যাডভোকেট মাহমুদ আলী, এমপি। বিশেষ অতিথি থাকবেন চুনারঘাট উপজেলার চেয়ারম্যান মো. আবু তাহের, পাইকপাড়া ইউপির চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী, দেউন্দি চা বাগানের ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন ও নাট্যজন লিটন আব্বাস। উৎসবে থাকছে ড. মুকিদ চৌধুরী রচিত ও নির্দেশিত একাধিক মঞ্চনাটক। মুভমেন্ট থিয়েটার শিল্পধারাতে নাটকগুলো মঞ্চায়িত হবে। ‘বাংলা মুভমেন্ট থিয়েটার’ আন্দোলনের প্রতিষ্ঠাতা, গবেষক, সম্পাদক ও লেখক ড. মুকিদ চৌধুরী জানান, বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পধারাতে নির্মিত নাটকগুলোর বৈশিষ্ট্য হচ্ছে অনেক নাট্যশিল্পীর অংশগ্রহণে মঞ্চে বিরতিহীনভাবে একটি নাটক মঞ্চস্থ করা হয়। এতে প্রতিটি শিল্পীই হয়ে ওঠেন প্রধান ও মূল অভিনেতা। প্রতীক থিয়েটার এই শিল্পধারাতেই এবারের উৎসবে নাটক মঞ্চস্থ করবে। প্রতীক থিয়েটার ছাড়াও উৎসবে লাকসামের ডাকাতিয়া থিয়েটার, গাজীপুরের নাট্যভূমি, নাট্য জংশন ও ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র নাটক মঞ্চস্থ করবে। এর মধ্যে উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়িত হবে ‘হৈমন্তি’ ও ‘পূজার সাঁজ’। এছাড়া ১৫ এপ্রিল ‘অশোকানন্দ’ ও ‘রাজাবলি’ এবং উৎসবের শেষ দিন ১৬ এপ্রিল মঞ্চায়ন হবে ‘তারকাঁটার ভাঁজে’, ‘চম্পাবতী’ ও ‘বীরাঙ্গনার বয়ান’।
×