ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পর্তুগালে উচ্চ শিক্ষা

প্রকাশিত: ০৬:১৭, ১০ এপ্রিল ২০১৬

পর্তুগালে উচ্চ শিক্ষা

সমৃদ্ধ ও সুন্দর দেশ পর্তুগাল। দেশটি ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত। শিক্ষা, বাসস্থান ও চাকরির সুবিধার জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ পর্তুগাল। পর্তুগাল সরকার এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুলে দিয়েছে শিক্ষার দুয়ার, যেখানে পর্তুগাল কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে চালু হয়েছে ইংলিশ মিডিয়াম কোর্স। পর্তুগালে রয়েছে শত বছরের পুরনো ১০০ এর বেশি সরকারী ইউনিভার্সিটি ও কলেজ। আসুন জেনে নেই পর্তুগালে পড়াশোনার বিস্তারিত। সুযোগ-সুবিধা ॥ আইএলটিএস ছাড়াই আবেদনের সুযোগ, ২০ ঘণ্টা কাজের সুযোগ, ১ বছর পরই স্থায়ীভাবে বসবাসের আবেদন করা যায়, পর্তুগালে পিআর (চবৎসধহবহঃ জবংরফবহপব) পেলে ইউরোপের ২৭টি দেশে থাকা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের সমান সুযোগ-সুবিধা পাওয়া যায়। কোর্সসমূহ ॥ Foundation, Diploma, Bachelor, Masters, PhD. বিষয়সমূহ ॥ Accounting, Architecture, Business, Economics, Engineering, English, Hospitality, Information Technology, Law, Media & Journalism, Pharmacy, Public Administration, Public Health, Social Science, Social Welfare, Travel & Tourism and maû more. K‡qKwU wk¶v c«wZôvb ॥ IPB–InstitutoPolitecnico de Braganca, IPG–InstitutoPolitecnico de Guarda, IPS–InstitutoPolitecnico de Santarem, IPL–InstitutoPolitecnico de Leiria, ISEP–Instituto Superior de Engenharia do Porto, IPC–InstitutoPolitecnico de Coimbra, UPT–Oporto Global University. প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্ট, সকল একাডেমিক গধৎশংযববঃং, সার্টিফিকেট, সম্পূর্ণ সিভি, ব্যক্তিগত বিবৃতি, রেফারেন্স চিঠিপত্র ২ কপি। ভাষা : পর্তুগিজ ভাষার পাশাপাশি বর্তমানে ইংরেজীতেও উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। সংস্কৃতি :এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে। ভিন্ন সংস্কৃতিতে মানিয়ে চলার মানসিকতা থাকা জরুরী। শিক্ষা প্রতিষ্ঠান : আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যাচ্ছেন, তার সম্পর্কে খোঁজ নিন প্রথমে। এখন গুগলের যুগ, আপনি চাইলেই সব এক ক্লিকেই জানতে পারছেন। যোগাযোগ ॥ ওভারসিস এমবিশন সলিউশন লিমিটেড, ডি-৪ (৫ম তলা), বিটিআই সেন্টার প্লাজা, ৯৫ গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫। ফোন: +৮৮০১৭৯১০২২ ২২২, +৮৮০১৭৯৩১২ ২২২২। বর্তমানে কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছে। এর মধ্যে ওভারসিস এমবিশন সলিউশন অন্যতম। দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি। এখান থেকে স্টুডেন্টের যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্য, উদ্দেশ্য, ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী কোর্স ও ইউনিভার্সিটি সিলেক্ট করে দেয়া হয়, যাতে একজন স্টুডেন্ট সহজে ডাইজেস্ট করতে পারে। যারা পড়াশোনার জন্য পর্তুগাল যেতে চান তারা নিচের লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন : http://goo.gl/forms/PZAOIB6rLX এফ এ খলিলুর রহমান
×