ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাঁরা দলকে কন্টেস্টেড কনভেনশন অনুষ্ঠানে বাধ্য করতে পারেন

ট্রাম্পের ভাগ্য ॥ দু’শ’ ডেলিগেটই নির্ধারক

প্রকাশিত: ০৪:১০, ১০ এপ্রিল ২০১৬

ট্রাম্পের ভাগ্য ॥ দু’শ’ ডেলিগেটই নির্ধারক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য ওয়েস্ট ভার্জিনিয়া চমৎকার বলেই মনে হয়। সংগ্রামী শ্রমজীবী শ্রেণী অধ্যুষিত এ অঙ্গরাজ্য সেই ধরনের ভোটারের বাস, যারা দলীয় মনোনয়ন লাভের প্রতিযোগিতায় অন্যত্র তাকে সমর্থন করেছে এবং অন্যতম এক বড় বিজয়ই তার হাতে তুলে দিতে পারে। কিন্তু সেই অঙ্গরাজ্যে এক নিরঙ্কুশ বিজয় গুরুত্বপূর্ণ নাও হতে পারে। এর কারণ হলো অঙ্গরাজ্যের একেবারে ৩৪ জন ডেলিগেটের পুরো গ্রুপটিই রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যাকেই তারা চান তাকেই সমর্থন করতে পারেন। একই কথা পেনসিলভেনিয়ার ক্ষেত্রেও সত্য। সেখানে ২৬ এপ্রিল প্রাইমারি ভোট নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে রয়েছে অপ্রতিশ্রুতিবদ্ধ ৫৪ জন ডেলিগেট। কোলোরেডো, ওয়াইওমিং ও গুয়ামসহ অন্যান্য অঙ্গরাজ্য ও ভূখ-ও দলে দলে অপ্রতিশ্রুতিবদ্ধ প্রতিনিধি পাঠাবে। তারা হলেন রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রতিযোগিতার ফলাফল নির্ধারক ভোটার। তারা হলেন প্রায় ২০০ কর্মী ও নির্বাচিত নেতা। তারা তাদের ব্যক্তিগত বিচারবিবেচনা ছাড়া আর কোন কিছু মানতে বাধ্য নন এবং প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারণের ক্ষমতা তাদেরই রয়েছে। সরাসরি মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ১২৩৭ জন ডেলিগেটের চেয়ে কম সংখ্যাকের সমর্থন পেয়ে ট্রাম্প যদি ক্লিডল্যান্ডে জুলাই মাসে দলীয় কনভেনশনে হাজির হন, তা হলে এসব অপ্রতিশ্রুতিবদ্ধ ডেলিগেট তাকে যথেষ্ট সমর্থন যুগিয়ে তার মনোনয়ন পাওয়ার পথ খুলে দিতে পারেন, অথবা এক কন্টেস্টেড কনডেনশন অনুষ্ঠানে দলকে বাধ্য করতে পারেন। তখন কয়ক দফায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ট্রাম্প, টেড ক্রুুজ ও জন ক্যাসিক অবশিষ্ট এ তিন প্রার্থী এসব ডেলিগেটকে শনাক্ত করছেন, তাদের ইচ্ছা অভিপ্রায় নিয়ে গবেষণা করছেন এবং তাদের পক্ষে টানতে শুরু করেছেন। তাদের বিষয়ে আইন এতই অস্পষ্ট যে, ট্রাম্প বোধ হয় তাদের তার সুশোভিত প্রাইভেট ক্লাব মার-এ-লাগোতে কোন সপ্তাহান্তের অবকাশ কাটাতে ফ্লোরিডায় বিমানে করে নিয়ে আসতে পারেন। সেখানে স্বভাবতই ট্রাম্পের প্রতি সমর্থন জানাতে তাদের ব্যক্তিগতভাবে প্রভাবিত করা যেতে পারে। ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা এড ব্রুকওভার ট্রাম্প শিবিরের ট্রাম্পের কোন সম্পত্তিতে ডেলিগেটদের আপ্যায়ন করা বা তাদের ক্লিভল্যান্ডে যাওয়ার খরচ দেয়ার সম্ভাবনা নাকচ করে দেননি। কিন্তু তিনি একথাও বলেন আপনি অবশ্যই এমন কিছু দেয়ার প্রস্তাব করতে পারেন না, যা উৎকোচ বলে গণ্য হবে। আমরা তাদের এক লাখ ডলার দিতে পারি না। ডেলিগেটরা তাদের ভ্রমণ ব্যয় বাবদ প্রদত্ত অর্থ ছাড়া অন্য কোন মূল্যবান কিছু কোন প্রচার শিবিরের কাছ থেকে গ্রহণ করতে পারেন কিনা, সেই সম্পর্কে ফেডারেল বিধিতে সুস্পষ্ট নির্দেশিকা নেই। ট্রাম্প তার প্রাধান প্রতিদ্বন্দ্বী টেক্সাস সিনেটর টেড ক্রুজের কাছে এর আগে ডেলিগেট জয়ের লাড়াইয়ে কয়েকবার পরাজিত হন। এখন ট্রাম্প সেই জটিল প্রক্রিয়ায় এগিয়ে যেতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেন যে, কনভেনশন ও ডেলিগেট সম্পর্কিত সব তৎপরতা দেখাশোনা করার ক্ষমতা এক নতুন উপদেষ্টা পল ম্যানাফোর্টের হাতে ন্যস্ত থাকবে। কনভেনশন পদ্ধতিতে অভিজ্ঞ এক রিপাবলিকান কর্মী জ্যাসন ওসবোর্ন বলেন, এসব অপ্রতিশ্রুতিবদ্ধ ডেলিগেট গুরুত্বপূর্ণ, কারণ তারা ট্রাম্পকে প্রথম ব্যালটে ম্যাজিক সংখ্যা (১২৩৭ ডেলিগেটের সমর্থন) উত্তীর্ণ হওয়ার যে-কোন সুযোগ দিতে অস্বীকার করতে পারেন, অথবা তারা তাকে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট যুগিয়ে তার দলীয় মনোনয়ন পাওয়ায় পথ সুগম করতে পারেন। অন্য দিকে ক্রুজ এক বছরেরও বেশি সময় ধরে প্রতিযোগিতার এ পর্যায়ের জন্য প্রস্তুতি চালিয়ে এসেছেন। ক্রুজ প্রচার শিবির পেনসিলভেনিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়ার মতো স্থানগুলোতে অপ্রতিশ্রুতিবদ্ধ ডেলিগেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে সমর্থকদের পরিকল্পিতভাবে রিক্রুট করেছে। এ শিবির কনভেনশন ফ্লোরে যাদের ভোট থাকবে তাদের ক্রুজের পক্ষে টেনে আনতে জোর চেষ্টা চালানোর পরিকল্পনা করছে। -ওয়াশিংটন পোস্ট
×