ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’র ইন্দোনেশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ

প্রকাশিত: ০৪:১৯, ৫ এপ্রিল ২০১৬

নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’র ইন্দোনেশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ১৫তম ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম, দ্বিতীয় মাল্টিলেটারের নেভাল এক্সারসাইজ কমোডো ও আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে সোমবার চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র অভিযান’। নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন, কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল রিয়ার এডমিরাল আখতার হাবীব এবং কমান্ডার বিএন ফ্লিটসহ নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, স্থানীয় পদস্থ নৌ-কর্মকর্তা এবং জাহাজে গমনকারী অফিসার ও নাবিকদের পরিবারবর্গ। নৌবাহিনীর জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, ইন্দোনেশিয়ায় সাত দিনব্যাপী অনুষ্ঠেয় এই মহড়ায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ২১টি যুদ্ধ জাহাজ অংশগ্রহণ করবে। এছাড়া বিশ্বের উন্নত দেশসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ যোগদান করবেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে কমোডর বশির উদ্দিন আহমেদের নেতৃত্বে ৩৯ কর্মকর্তাসহ সর্বমোট ২০৩ নৌ-সদস্য উক্ত মহড়ায় অংশগ্রহণ করবেন। নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’ ইন্দোনেশিয়া থেকে দেশে ফেরার পথে মালয়েশিয়ার পোর্ট কেলাংয়ে শুভেচ্ছা সফর করবে। নৌ মহড়া ও শুভেচ্ছা সফর শেষে জাহাজটির আগামী ২৯ এপ্রিল স্বদেশে প্রত্যাবর্তনের সিডিউল রয়েছে। আদিবাসীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ এপ্রিল ॥ মহাদেবপুর উপজেলার সফাপুর গ্রামের আদিবাসী দিপু উঁরাও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ ও সিপিবি-বাসদ নওগাঁ জেলা শাখা। সোমবার শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধন হয়। আদিবাসী পরিষদ নওগাঁর সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল, আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা প্রমুখ। নকল নবীসদের কর্মবিরতি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সারাদেশের ন্যায় কুড়িগ্রামে বাংলাদেশ নকল নবীস (এক্সট্রা মোহরার) চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালন করে। সোমবার সকাল ১০টা থেকে কর্মবিরতিতে অংশ নেন জেলার নকল নবীসরা। এ সময় চাকরি স্থায়ীকরণের দাবিতে বক্তব্য দেন- কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ নুরুন্নবী মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মোস্তফা রবিউল ইসলাম (রিপন)।
×