ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে শ্যালায় ডুবে যাওয়া দুই জাহাজ উদ্ধার হয়নি

প্রকাশিত: ০৪:১৬, ৫ এপ্রিল ২০১৬

সুন্দরবনে শ্যালায় ডুবে যাওয়া দুই জাহাজ উদ্ধার হয়নি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের শ্যালা নদীর হরিণটানায় এক হাজার দুই শ’ ৩৫ টন কয়লা নিয়ে ডুবে যাওয়া এমভি সি হর্স-১ জাহাজটি আজও উদ্ধার হয়নি। গত ১৯ মার্চ সন্ধ্যায় তলা ফেটে জাহাজটি ডুবে যায়। জাহাজটি উদ্ধারের কোন তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে না। এর আগে ২০১৫ সালের ২৭ অক্টোবর শ্যালা ও পশুর নদীর মোহনায় কয়লাবাহী কার্গোজাহাজ এমভি জিয়া রাজ ডুবে যায়। সেটিও এখনও উদ্ধার করা হয়নি। ডুবে থাকা কয়লাবাহী ওই জাহাজ দুটির উদ্ধারকাজ ঠিক কবে থেকে শুরু হবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না বিআইডব্লিউটিএ ও বন বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। অপরদিকে, জাহাজডুবির কারণ অনুসন্ধান ও ঘটনা তদন্তে বন বিভাগ ও জেলা প্রশাসন মোট তিনটি কমিটি করলেও এখনও দুটির প্রতিবেদন জমা হয়নি। বজ্রপাতে গ্যাস লাইনে আগুন ॥ বাড়ি ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ এপ্রিল ॥ কালীগঞ্জে বজ্রপাতে গ্যাসের লাইনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ি পুড়ে গেছে। রবিবার রাতে স্থানীয় ভাদার্ত্তী গ্রামে মোঃ রমজান আলীর বাড়িতে এ অগ্নিকা- ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সাত্তার জানান, রবিবার রাতে বজ্রপাতে স্থানীয় ভাদার্ত্তী গ্রামের রমজান আলীর বাড়িতে তিতাস গ্যাসের রাইজারে ও একটি নারিকেল গাছে আগুন ধরে যায়। আগুন মুহূর্তেই ওই গ্যাসলাইনসংলগ্ন ঘরে ছড়িয়ে পড়ে। ইবিতে ভর্তি জালিয়াতি ॥ ছাত্র বহিষ্কার ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জালিয়াতির অভিযোগে এক ছাত্রকে বহিষ্কার এবং একজনকে সতর্ক করে দেয়া হয়েছে। জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে নিরাপত্তা এবং শৃঙ্খলা কমিটির আহ্বায়ক উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা এবং শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গণিত বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র রিপন আলীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয় এবং একই আপরাধে বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র সাজ্জাদ হোসেনকে সতর্ক করা হয়েছে। শিশু অধিকার নিয়ে সভা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ এপ্রিল ॥ ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স এনসিটিএফের আয়োজনে জেলার কার্যক্রম ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন এনসিটিএফের জেলা শাখার সভাপতি দুর্জয় সরকার তীর্থ। জেলায় শিশু নির্যাতন, শিশু শ্রমসহ শিশুদের নানা প্রতিবন্ধকতা ও সমস্যার চিত্র তুলে ধরে ওইসব সমস্যার সমাধানে উপস্থিত সাংবাদিকদের কাছে পরামর্শ গ্রহণ করা হয়। কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোল্লাহাটে আকিজ বিড়ি কারখানা অনির্দিষ্টকালের জন্য আকস্মিক বন্ধ ঘোষণার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ সমাবেশে মোল্লাহাটের জিড়েনতলা এলাকার আকিজ বিড়ি কারখানার প্রবেশপথে শতশত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, আতিয়ার রহমান, বুলু মিয়া, শিমুল মোল্লা, অলকা, জরিনা, সেলি, রাবেয়া, নাসরিন প্রমুখ।
×