ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তনু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে দেশব্যাপী ছাত্র ধর্মঘট পালিত

প্রকাশিত: ০৮:৫৬, ৪ এপ্রিল ২০১৬

তনু হত্যাকারীদের  গ্রেফতার দাবিতে  দেশব্যাপী ছাত্র  ধর্মঘট পালিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মঘট পালিত হয়েছে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে রবিবার ডাকা এই ধর্মঘট দেশব্যাপীও পালিত হয়। ধর্মঘটে সমর্থন দেয় গণজাগরণ মঞ্চসহ প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠন। ধর্মঘটের ফলে ঢাবিতে ক্লাস না হলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গণজাগরণ মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচী ॥ তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারসহ চারদফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী পালন করছে গণজাগরণ মঞ্চ। রবিবার সকালে ঢাবির সড়ক দ্বীপে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার। এ সময় ইমরান এইচ সরকার বলেন, তনু ধর্ষণ ও হত্যা ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। অপরাধীরা আড়ালে দাঁড়িয়ে দেখছে সাধারণ মানুষ বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। অথচ সরকার কোন কথা বলছে না। নীরবতা পালন করছে। যার কারণে অপরাধী ও ধর্ষকরা আরও বেশি সাহস পাচ্ছে। ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী পালন করছে। যেহেতু রাষ্ট্র এখন ধর্ষকের রাষ্ট্রে পরিণত হয়েছে তাই এর প্রতিকারে কঠোর আন্দোলন সময়ের দাবি। প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের সংবাদ সম্মেলন ॥ তনু হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচী ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। রবিবার ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের একাংশের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। ছাত্র ইউনিয়নের ধর্মঘট ॥ এদিকে তনুর হত্যাকারীদের বিচার দাবিতে আজ সোমবার সারাদেশের স্কুল ও কলেজে ছাত্র ধর্মঘট পালন করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী এ ধর্মঘট পালন করবে সংগঠনটি।
×