ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোজনেফটের মুনাফা ২ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ০৪:০৭, ৪ এপ্রিল ২০১৬

রোজনেফটের মুনাফা ২ শতাংশ বেড়েছে

২০১৫ সালে রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোজনেফটের নেট মুনাফা ২ শতাংশ বেড়েছে। ওই বছর কোম্পানিটির নেট মুনাফা হয়েছে ৫২০ কোটি ডলার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আজ ভাল তো কাল খারাপ- এমন পরিস্থিতির মধ্যে এ খবর জানিয়েছে কোম্পানিটি। সৌদির প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুধু নেট মুনাফা বৃদ্ধি নয়, একই সঙ্গে রোজনেফটের নেট ঋণও কমেছে। রাশিয়ার রাষ্ট্রীয় আয়ের অন্যতম উৎস রোজনেফট। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পড়ে যাওয়ায় ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে কোম্পানিটি লোকসানের মধ্যে ছিল। ২০১৪ সালে ইউক্রেন সঙ্কটে মস্কোর ওপর পশ্চিমা গোষ্ঠী নিষেধাজ্ঞা আরোপ করলে এর বিরূপ প্রভাব পড়ে কোম্পানিটিতে। রোজনেফট জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অব্যাহত দরপতন ঘিরে খরচ নিয়ন্ত্রণ করায় এ মুনাফা অর্জন করা সম্ভব হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×