ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ে তালা, ৩০ শিক্ষার্থীর লেখাপড়া বাইরে

প্রকাশিত: ০৪:০১, ৪ এপ্রিল ২০১৬

উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ে  তালা, ৩০ শিক্ষার্থীর লেখাপড়া বাইরে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ এপ্রিল ॥ দীর্ঘদিন চালু থাকা উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বের করে তালা ঝুলিয়ে বন্ধ করে দেয়ার পরে এখন শিক্ষার্থীরা বাইরে ছালা কিংবা চটের ওপর বসে লেখাপড়া করছে। কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া জিয়া কলোনিতে ওই বিদ্যালয়ের ৩০ শিশুর শিক্ষাজীবন বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়টি বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে শিশুরা এমন দুরবস্থায় পড়েছেন। এদিকে এসব অভিভাবকরা সোজা-সাপটা বলে দিয়েছেন তাদের শিশুদের প্রয়োজনবোধে ইটভাঁটির শ্রমিক কিংবা নদীতে মাছ ধরতে পাঠাবেন। সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাচমেন্ট এরিয়ায় স্কুলটি হওয়ার অজুহাত দেখিয়ে বৃহস্পতিবার ইটবাড়িয়া স্কুলের শিক্ষকরা তালা ঝুলিয়ে দিয়েছেন বলে তাদের অভিযোগ। শ্রমজীবী সকল অভিভাবক এবং শিশু শিক্ষার্থীর পাল্টা অভিযোগ অন্তত দুই কিলোমিটার দূরের ওই স্কুলে তাদের সন্তানদের কীভাবে পাঠাবেন। এ ছাড়া এক কিলোমিটার পাশাপাশি দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কীভাবে চালু হলো। আর এটি চালু থাকলে দোষ কী। ভাল লেখাপড়া এবং বাড়ির কাছে থাকায় উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়টিকে নিজের মনে করছে এসব শ্রমজীবী পরিবারের অভিভাবকরা। অভিভাবক জাহিদ শিকদার জানান, তার মেয়েকে পাশের (ইটবাড়িয়া) স্কুলে ভর্তি করিয়েছিলেন। কিন্তু সেখানে লেখাপড়া ভাল হয় না তাই ব্র্যাকের স্কুলে ভর্তি করিয়েছেন। আর এ স্কুলে বই-খাতা-পেন্সিল বেতন কিছুই দিতে হয় না। শুধু পরীক্ষার ফি দিতে হয়।
×