ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ফজিলাতুননেসা ইন্দিরা

প্রকাশিত: ০৩:৪৮, ১৯ মার্চ ২০১৬

মুক্তিযোদ্ধা ফজিলাতুননেসা ইন্দিরা

মুন্সীগঞ্জের সাহসী মুক্তিযোদ্ধা ফজিলাতুননেসা ইন্দিরা। তিন ভাই ও তিন বোনের মধ্যে পঞ্চম। মুক্তিযুদ্ধের সময় ঢাকার ইডেন কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়তেন। সেই বয়সেই ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। বাবা এবং ভাইদের সঙ্গে যুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধাদের সুরক্ষায়ও নানা কৌশলী ভূমিকা রাখেন তিনি। যুদ্ধে অনুজ মতিউর রহমান জাহাঙ্গীর শহীদ হন। গজারিয়ার বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছোট ভাই শহীদ হওয়ার পরও থামেননি। পাকি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন সাহসের সঙ্গে। বাবা সোলাইমান মাস্টার ছিলেন আনসার কমান্ডার। অস্ত্র চালানোর ক্ষেত্রে ছিল তার বিশেষ যোগ্যতা। মেয়ে ফজিলাতুননেসাসহ অনেককে প্রশিক্ষণ প্রদানসহ নানাভাবে উদ্বুদ্ধ করেছেন। আর বড় ভাই হাফিজ আহমেদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষবর্ষের ছাত্র। তিনি পরিবার ছাড়াও গোটা এলাকায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখেন। ফজিলাতুননেসা যুদ্ধকালীন ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন। যুদ্ধ ছাড়াও ’৭১-এর ৭ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর যুদ্ধে পাকবাহিনীর সঙ্গে সশস্ত্র যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের সেবাদানে অবদান রাখেন। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউপির পৈক্ষারপাড় গ্রামের সন্তান। স্বাধীনতাযুদ্ধ ছাড়াও তিনি নানা রাজনৈতিক ও কল্যাণকর কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন। তিনি রয়ে গেছেন চিরকুমারী। Ñমীর নাসিরউদ্দিন উজ্জ্বল মুন্সীগঞ্জ থেকে
×