ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা ১৫ মাস ধরে কমছে ভারতের রফতানি

প্রকাশিত: ০৪:১১, ১৮ মার্চ ২০১৬

টানা ১৫ মাস ধরে কমছে ভারতের রফতানি

গত ১৫ মাস ধরে টানা পড়ে চলেছে ভারতের রফতানি। সরকারী পরিসংখ্যানে প্রকাশ, ফেব্রুয়ারিতে তা সরাসরি কমেছে ৫.৬৬ শতাংশ। দাঁড়িয়েছে ২,০৭৩ কোটি ডলারে। বিশ্ববাজারে চাহিদার অভাবে মূলত পেট্রোপণ্য ও ইঞ্জিনিয়ারিং সামগ্রীর রফতানি কমে যাওয়াই যার কারণ। তবে এই সময়ে আমদানিও ৫.০৩ শতাংশ কমে হয়েছে ২,৭২৮ কোটি ডলার। ফলে বাণিজ্য ঘাটতি আরও কমে ছুঁয়েছে ৬৫৪ কোটি ডলার। গত প্রায় ৫ বছরে সব থেকে কম। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে তাল মিলিয়েই ভারতেও কমছে রফতানি। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×