ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড. আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত

প্রকাশিত: ০৫:৩২, ১৬ মার্চ ২০১৬

ড. আতিউরের পদত্যাগ সৎ সাহসের বিরল দৃষ্টান্ত

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ব্যাংকের গবর্নরের পদ থেকে ড. আতিউর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গবর্নর পদ থেকে ড. আতিউর রহমানের এ পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎসাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে রিজার্ভ অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অন্য দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে গবর্নর ড. আতিউর রহমান সাক্ষাত করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের একটি অনাকাক্সিক্ষত কারণে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গবর্নরের পদ থেকে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন ড. আতিউর রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান। ড. আতিউর রহমান বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য তাঁর কার্যালয়ে যান। সাক্ষাতকালে তিনি তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। দুপুর সোয়া একটার দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চলে যান। প্রধানমন্ত্রী তাঁর এ পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে ব্রিফিংকালে প্রেস সচিব জানান, সাক্ষাতকালে দেশের অর্থনৈতিক উন্নয়নে ড. আতিউর রহমানের অনেক অবদান রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশেষ করে তাঁর সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিংসেবা খাত আরও গতিশীল হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তার দায়িত্ব অবহেলায় এ ঘটনা ঘটেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধের ধারায় ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’ উল্লেখ্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রায় সাত বছর ধরে বাংলাদেশ ব্যাংকের গবর্নরের দায়িত্ব পালন করেন ড. আতিউর রহমান। গত ৪ ফেব্রুয়ারি সুইফট মেসেজিং হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত ৮১ মিলিয়ন ডলার অর্থ চুরির ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর বিভিন্ন মহলের সমালোচনায় পড়েন আতিউর রহমান। দিল্লী থেকে সোমবার দেশে ফেরার একদিন পরই মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন ড. আতিউর রহমান।
×