ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ মিলনের এ্যালবাম ‘আমার মাঝে তুমি’

প্রকাশিত: ০৪:০২, ১৫ মার্চ ২০১৬

শেখ মিলনের এ্যালবাম ‘আমার মাঝে তুমি’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি বাজারে এসেছে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শেখ মিলনের একক এ্যালবাম ‘আমার মাঝে তুমি’। এ্যালবামটি বাজারে এসেছে সুরঞ্জলির ব্যানারে। এ্যালবামে মোট ৮টি গান গেয়েছেন শিল্পী মিলন। এর মধ্যে ৭টি গানের গীতিকার ও সুরকার শিল্পী মিলন নিজে। একটি গান লিখেছেন লালন লোহানী এবং সুর করেছেন নাজির মাহমুদ। এ্যালবামের সঙ্গীত পরিচালনায় শেখ মিলন ও মুশফিক লিটু। টাচ স্টুডিওতে ধারণকৃত এই এ্যালবামের বিভিন্ন বাদ্যযন্ত্রে ছিলেন শেখ মিলন, মুশফিক লিটু, জালাল সেলিম, শাহিন ও রবি। এ্যালবামের ৮টি গানের শিরোনামগুলো হলো ‘রাতের আকাশে চাঁদ’, ‘অবসর’, ‘আমার মাঝে তুমি’, ‘ নীল সাগর’, ‘প্রজাপতি’ ‘ফাগুন’, ‘হৃদয় কোনে’ ও ‘আকাশের সব নীল’। এ্যালবামের গানগুলোতে শিল্পী শেখ মিলনের সহশিল্পী ছিলেন নাজু আখন্দ, সোমা হক, ঝর্ণা রহমান ও বাঁধন। এ্যালবাম প্রসঙ্গে শেষ মিলন বলেন, আমার এ্যালবামটি নিয়ে ইতোমধ্যে বেশ সাড়া পেয়েছি। অনেকেই গানগুলোর প্রশংসা করেছেন। এ জন্য আমি আনন্দিত। আমি মনে করি আমার এই সাফল্যের ভাগিদার আমার সঙ্গে তারাও যাদের জন্য এ্যালবামের গানগুলো পূর্ণতা পেয়েছে। বিশেষ করে যারা এই গানগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যাদের কাঁধে ভর করে এই আমি। সঙ্গীতের মতো মহত একটি বিষয় নিয়ে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যারা আমার এই এ্যালবামের গানগুলো শোনেননি তারা যদি শোনেন তাহলে তাদের ভাল লাগবে। আর শ্রোতাদের ভাল লাগলেই আমার শ্রম সার্থক। এই ভাল লাগাই আমার সঙ্গীত ক্যারিয়ারের পাথেয়।
×