ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ‘সমাজের কালসাপ’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৩:৫২, ১৩ মার্চ ২০১৬

রূপগঞ্জে ‘সমাজের কালসাপ’ নাটকের মঞ্চায়ন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, যৌতুক, বাল্যবিয়ে ও মানবপাচার বিষয়ভিত্তিক নাটক ‘সমাজের কালসাপ’ মঞ্চস্থ হয়েছে। ভূলতা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাতে উপজেলার ভূলতা স্কুল এ্যান্ড কলেজ মাঠে নাটকটি মঞ্চস্থ হয়। পাশাপাশি দেশাত্মবোধক, বাউল গান ও জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়। নাটকে প্রেসক্লাবের সকল সাংবাদিক শিল্পীরা অভিনয় করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। সভাপতিত্ব করেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আবদুল আলীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ভূলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, উপজেলার প্রতিটি এলাকায় মাদক, যৌতুক, বাল্যবিয়ে ও মানবপাচার ঠেকাতে এ বিষয়ে জনসচেতনা গড়ে তুলতে হবে। আর ‘সমাজের কালসাপ’ প্রকৃতির অশুভ শক্তিকে ধ্বংস করে সমাজে পরিবর্তন আনতে হবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলা ও পৌরসভার প্রতিটি এলাকায় এ অনুষ্ঠানটির মাধ্যমে মানুষের মাঝে জনসচেতনা গড়ে তোলা হবে।
×