ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাই জুডিশিয়াল কোর্ট ভবন উদ্বোধনের অপেক্ষায়

প্রকাশিত: ০৫:৪৮, ১২ মার্চ ২০১৬

চাঁপাই জুডিশিয়াল কোর্ট ভবন উদ্বোধনের অপেক্ষায়

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শেষ পর্যন্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। দীর্ঘদিনের সমস্যা সমাধানে এক ধাপ অগ্রসর হয়ে এবার জনসাধারণের দুর্ভোগের অবসান হবে। পাশাপাশি বিচারকদের দীর্ঘদিনের স্থান সংকুলানের সমাধানসহ বিচার কাজে গতি আসবে। সকল বিচারকদের জন্য এখন থেকে আলাদা আলাদা কোর্টে বিচার কাজ চালাতে পারার কারণে বিচার জটের সমাধান হবে। নির্ধারিত সময়ের অনেক আগেই ৪ তলা বিশাল কোর্ট ভবনের কাজ শেষ হয়েছে। ১২ তলার ভিত্তির ওপর বর্তমানে প্রায় সাড়ে আঠার কোটি টাকা ব্যয়ে চার তলার কাজ শেষ হয়েছে। গ্রাউন্ড ফ্লোর বা নিচ তলা ১৭ হাজার ৩১৪ বর্গফুট হলেও অন্যান্য তলা বা লেবেলের প্রত্যেকটিতে স্পেস রয়েছে ১৬ হাজার ৫৭৯ বর্গফুট। যার কারণে বিচার কাজে বিচারক বা ম্যাজিস্ট্রেটদের আর স্থান সংকুলান হবে না। আধুনিক সকল সুযোগ-সুবিধা এ ভবনে সন্নিবেশিত করা হয়েছে। এমনকি বিচার প্রার্থীরাও এই ভবনের যত্রতত্র অবস্থান নিলেও কোন অসুবিধা হবে না বলে জানা গেছে। গণপূর্ত বিভাগ সূত্র নিশ্চিত করেছে যে কোন মুহূর্তে ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
×