ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে এক বেসরকারী কর্মকর্তা ও দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:০১, ৯ মার্চ ২০১৬

রাজধানীতে এক বেসরকারী কর্মকর্তা ও দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে এক বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। পৃথক স্থানে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। এদিকে মিরপুরের হোটেল ব্যবসায়ী জুনায়েদ হত্যায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর বনানীতে আব্দুল খালেক খান (২৮) নামে এক বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি গুলশান বারিধারার ৭ নম্বর রোডের ৬ নম্বর ফ্ল্যাটের বিটিআই লিমিটেডের সহকারী প্রজেক্ট প্রকৌশলী ছিলেন। তার বাবার নাম মোঃ মনিরুজ্জামান খান। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরের জিদপুর গ্রামে। মঙ্গলবার দুপুরে পুলিশ বারিধারার ওই প্রজেক্ট অফিস থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। দুই শ্রমিকের মৃত্যু ॥ পুরান ঢাকার গে-ারিয়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে মিরাজ (২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গে-ারিয়ার রজনী চৌধুরী রোডে মনীষা স্কুল সংলগ্ন একটি নির্মাণাধীন ১০তলা ভবনের চারতলায় কাজ করছিলেন মিরাজ। মিরাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এদিকে একই সকালে রাজধানীর ভাটারা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ইট মাথায় পড়ে আব্দুল হক (৭০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার সোহেলা গ্রামে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু ॥ রাজধানীর বিমান বন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঢাকা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ডাউন ট্রেন রেললাইনের পাশ থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হবার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। জুনায়েদ হত্যার তিন আসামি গ্রেফতার ॥ রাজধানীর মিরপুরের হোটেল ব্যবসায়ী জুনায়েদ হত্যায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার মিঠু (২৭), জুয়েল (২৮) ও মৃদুল ওরফে বাবু (৩৪) নামে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।
×