ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারীর নেতৃত্বে দীর্ঘ বিমানযাত্রা

প্রকাশিত: ০৬:২০, ৯ মার্চ ২০১৬

নারীর নেতৃত্বে দীর্ঘ বিমানযাত্রা

এয়ার ইন্ডিয়ার একটি বিমান গতকাল সকালে যুক্তরাষ্ট্র্রের সান ফ্রান্সিসকো বিমানবন্দরে অবতরণ করেন। এতে অবাক হওয়ার কিছু নেই। প্রতিদিন এমন অসংখ্য ভারতীয় বিমান বিশ্বের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু এয়ার ইন্ডিয়া বিমানের এবারের ব্যতিক্রম ঘটনা হলো এ বিমানে কোন পুরুষ ক্রু কিংবা পাইলট ছিল না। বিমানের সকল কর্মচারী ছিলেন নারী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতীয় নারী অগ্রযাত্রাকে তুলে ধরতেই এমন আয়োজন। এয়ার ইন্ডিয়ার এ ফ্লাইটের মাধ্যমে তারা বিশ্ববাসীকে জানান দিতে চায় ভারতীয় নারীর সাফল্য। প্রায় ১৭ ঘণ্টার এ বিমানযাত্রা বিশ্ব ইতিহাসেও এক বিরল ঘটনা। ইতোপূর্বে পৃথিবীর কোন বিমান সংস্থা এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। এ ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নারী এক বিরল কৃতিত্ব স্থাপন করল। সূত্র : ইন্ডিয়ান টুডে
×