ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ভূমিহীনদের ২৫ ঘর গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশিত: ০৪:০৩, ৪ মার্চ ২০১৬

দিনাজপুরে ভূমিহীনদের  ২৫ ঘর গুঁড়িয়ে  দিয়েছে সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পল্লীতে বৃহস্পতিবার দুপুরে ভূমিহীনদের ৯টি বাড়ির ২৫টি ঘর ভেঙ্গে জ্বালিয়ে দিয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে সন্ত্রাসীরা। বর্তমানে পরিবারগুলোর প্রায় দুই শতাধিক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন। বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের ৯ জন ভূমিহীন একই গ্রামে অবস্থিত সরকারী খাস জমিতে পরিবার নিয়ে বসবাস করছিলেন। কয়েকদিন আগে ‘ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান সরকারী ১ নং খাস খতিয়ান ভুক্ত ওই জমি নিজেদের বলে দাবি করে। তারা ভূমিহীন পরিবারগুলোকে অন্য স্থানে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। এর পরও পরিবারগুলো সেখানে বসবাস করলে বৃহস্পতিবার দুপুরে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে ভূমিহীনদের ৯টি বাড়ির ২৫টি ঘর ভেঙ্গে গুঁড়িয়ে ও পুড়িয়ে দিয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। সংবাদ পেয়ে বীরগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ভূমিহীন শহীদ, সাবা আলী, আবুল হোসেন, আব্দুর রহমান, হাসান আলী, শাহীনা বেগম, জহরুল ইসলাম, আব্দুল কাদের ও আব্দুস সাত্তার জানান, ম্যাকডোনাল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সারওয়ার কামালের নির্দেশে তাদের ওপর হামলা চালানো হয়েছে। সংস্থার কর্মচারী ইমারত আলী, নজরুল ইসলাম, দীপঙ্কর রায়, জগেন রায়, বিপুল রায়, মানিক রায় ও আমিনুল ইসলামসহ একদল সন্ত্রাসী বাড়িঘর ভেঙ্গে গুঁড়িয়ে ও পুড়িয়ে দেয় এবং মালামালসহ নগদ টাকা লুট করে। ভূমিহীনরা প্রতিহত করার চেষ্টা করলে তারা হত্যার হুমকি দেয়।
×