ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্মসংস্থানে চীনের সাফল্য

প্রকাশিত: ০৩:৪৩, ৪ মার্চ ২০১৬

কর্মসংস্থানে চীনের সাফল্য

অর্থনীতি ধীরগতির হলেও কর্মসংস্থানের হার বৃদ্ধিতে এবার সাফল্য দেখিয়েছে চীন। গত তিন বছরে এক কোটি ৩০ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দেশটিতে। পেশাগত দক্ষতার কারণে অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বহির্বিশ্বে কর্মী হিসেবেও চাহিদা বাড়ছে চীনাদের। অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে মোটেই সুবিধাজনক অবস্থানে নেই চীন। গত বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ ধরা হলেও অর্জিত হয়েছে ৬ দশমিক নয় শতাংশ, যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে ধীরগতির। আবাসন খাত, উৎপাদন ও রফতানিতে ধীরগতির কারণে আর্থিক নীতি নিয়েও চাপের মুখে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এ দেশটি। এতসব দুঃসংবাদের ভিড়েও ইতিবাচক খবরটি হলো, গত তিন বছরে এক কোটি ৩০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে চীনে। -অর্থনৈতিক রিপোর্টার
×