ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসআরএমের দরবৃদ্ধি তদন্তে কমিটি গঠন

প্রকাশিত: ০৪:২৯, ৩ মার্চ ২০১৬

বিএসআরএমের দরবৃদ্ধি তদন্তে কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলিসের (বিএসআরএম) শেয়ারে দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবারে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। এ বিষয়ে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান বলেন, বেশ কয়েক দিন ধরে বিএসইসি পর্যবেক্ষণ করছে বিএসআরএম শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ছে। তাই বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে মনে করে কমিশন। এ লক্ষ্যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে, বিএসআরএম লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা ও সহকারী পরিচালক সুলতান সালাহ উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে। সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ২১ ধারা, সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ ও সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ অনুযায়ী তারা এ তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। গঠিত এই কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিবে। দরবৃদ্ধির তালিকায় আর্থিক খাতের প্রাধান্য অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার শীর্ষ দরবৃদ্ধির তালিকায় আধিপত্য বিস্তার করছে আর্থিক খাত। এদিন সেরা ১০ কোম্পানির মধ্যে ৫টিই আর্থিক খাতের। এ খাতের নেতৃত্বে ছিল বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। দরবৃদ্ধির শীর্ষে থাকা বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৬ টাকা দরে। কোম্পানির ৩৬ লাখ ৪৯ হাজার ৭৬১ শেয়ার ১ হাজার ১৭৮ বারে লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। বুধবার শেয়ারটির দর বেড়েছে ৭০ পয়সা বা ৮ দশমিক ১৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৯ টাকা ৩০ পয়সা দরে। কোম্পানির ৭ লাখ ৬ হাজার ৪৬২ শেয়ার ৪০৮ বার লেনদেন হয়। তৃতীয় স্থানে ফাস ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ২৬ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ৮০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ এবং ফারইস্ট ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৭ পয়সা বা ৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি।
×