ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:২৯, ৩ মার্চ ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় বাজারে বুধবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা চারদিন দরপতনে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। তবে পতন হলেও আগের দিনের তুলনায় দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনটিতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকার। গত রবিবার থেকে একটানা পতনের ধারা অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। তবে দরপতনের দিনেও পুুঁজিবাজারে দরবৃদ্ধিতে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের প্রাধান্য দেখা গেছে। লভ্যাংশ ঘোষণার সময় ঘনিয়ে আসায় বিনিয়োগকারীরা ওইসব কোম্পানির প্রতি আগ্রহী হয়েছেন বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের সামান্য উত্থানে লেনদেন শুরুর পর ডিএসইতে ৫৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩৭ কোটি ৮০ লাখ টাকা বেশি। মঙ্গলবারে এ বাজারে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৬২ পয়েন্টে। এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ, গ্রামীণফোন, সামিট পাওয়ার লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং কাশেম ড্রাইসেলস। ডিএসইর দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সিঙ্গার বিডি, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সোনারগাঁও ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ, প্রাইম লাইফ, সিএমসি কামাল, পূবালী ব্যাংক, আইটিসি, ম্যারিকো ও নদার্ন ইন্স্যুরেন্স। এদিকে ঢাকার বাজারে সূচকের পতনের দিনে অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সব ধরনের সূচকই কমেছে। বেশিরভাগ কোম্পানির দর কমার কারণে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৬০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
×