ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিদিনই আসছে কোটি কোটি টাকার হেরোইন

মাদক চক্র ॥ রাজশাহীতে ফের সক্রিয়

প্রকাশিত: ০৩:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

মাদক চক্র ॥ রাজশাহীতে ফের সক্রিয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীসহ উত্তরাঞ্চলে আবারও তৎপরতা শুরু করেছে মাদক সিন্ডিকেট। বিশেষ করে এখন ইয়াবা আর হেরোইনের চালান হচ্ছে রাজশাহী রুটে। বেশ কিছু দিন মাদক সিন্ডিকেট ঘাপটি মেরে থাকলেও আবারও বেপরোয়া হয়ে উঠেছে। এখন রাজশাহীর মাদক রাজ্য হিসেবেখ্যাত গোদাগাড়ী থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে হেরোইন আর চট্টগ্রাম, কক্সবাজার এলাকা থেকে রাজশাহীর গোদাগাড়ীতে আসছে ইয়াবা। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক প্রতিরোধে অভিযান চালালেও কমছে না মাদকের আগ্রাসন। সর্বশেষ বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীতে আসার পথে জেলার পুঠিয়ায় বিপুল পরিমাণ ইয়াবার চালান ধরা পড়ার পর নতুন করে ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। একইদিন গোদাগাড়ী থেকে উদ্ধার করা দুই কোটি টাকা মূল্যের হেরোইনের চালানও। সংশ্লিষ্ট সূত্রমতে এখন গোদাগাড়ীতে হেরোইন আর ইয়াবার বিনিময় হচ্ছে। সীমান্তের ওপার থেকে গোদাগাড়ীতে আসা হেরোইন নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী ছাড়াও চট্টগ্রাম অঞ্চলে আর চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে আসা ইয়াবার চালান ছড়িয়ে পড়ছে গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে। সংশ্লিষ্ট সূত্রমতে, সর্বশেষ গত বৃহস্পতিবার রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার ইয়াবা ও দুই কোটি টাকা মূল্যের দুইকেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। পৃথক ঘটনায় তিন বিক্রেতাকেও গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে সারভর্তি ট্রাক। গ্রেফতারকৃতরা সবাই গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। এরা কখনও গাড়ির চালকবেশে, কখনও হেলপার সেজে মাদকের চালান ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন যানবাহনের মালামালের সঙ্গে। বৃহস্পতিবার রাসায়নিক সার ভর্তি একটি ট্রাকে চট্টগ্রাম থেকে ইয়াবার একটি বড় চালানের শেষ গন্তব্য ছিল গোদাগাড়ী। আর হেরোইনে চালানটি যাচ্ছিল রাজধানীমুখী। তবে তার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ধরা পড়ে সেগুলো। গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, পুলিশী অভিযানে রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় জব্দ করা হয় হেরোইন। এ নিয়ে বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও উদ্বেগ প্রকাশ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজশাহী পুলিশের একটি সূত্র জানায়, জেলার সীমান্তবর্তী তিন থানা গোদাগাড়ী, বাঘা চারঘাট ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আর নাটোরের লালপুর পর্যন্ত বিস্তৃত এখন মাদকের কারবার। এরমধ্যে অন্যরুটে ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য মাদকের চালান হলেও গোদাগাড়ী এখন রীতিমত হেরোইনের ‘হাট’। এরসঙ্গে যুক্ত হয়েছে ইয়াবা। গোড়াগাড়ী সীমান্ত দিয়ে প্রতিদিনই কোটি কোটি টাকার হেরোইন প্রবেশ করেছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান বর্তমানে জেলার গোদাগাড়ীতে হেরোইনের কারবার বৃদ্ধির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে। তারপরেও পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া প্রতি সপ্তাহ মাদক বিরোধী বিশেষ ক্র্যাস প্রোগ্রাম অব্যাহত রয়েছে।
×