ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলার চরে দুই শতাধিক মহিষ লুট ॥ রাখালকে অপহরণ

প্রকাশিত: ০৩:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ভোলার চরে দুই শতাধিক মহিষ লুট ॥ রাখালকে  অপহরণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ ফেব্রুয়ারি ॥ ভোলার বিচ্ছিন্ন দৌলতখান উপজেলার দুর্গম নেয়ামতপুর চর থেকে দুই শতাধিক মহিষ শুক্রবার ভোরে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মহিষের রাখাল জমির আলী ও জসিম উদ্দিন নামের দুই বাথাইন্নাকে অপহরণ করা হয়। শুক্রবার বিকেল পর্যন্ত জসিম উদ্দিন উদ্ধার হলেও জমির আলীর কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে মহিষ লুটের ঘটনায় দৌলতখান থানা পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। নেয়ামতপুর চরে উদ্ধার হওয়া জসিম উদ্দিন জানান, শুক্রবার ভোরে পার্শ্ববর্তী মদনপুর চরের লিটন, জাফর, ইউনুছ, ইউসুফ, ফারুক, লোকমানসহ একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে চরে হানা দেয়। এ সময় তারা চরের রাখালদের মারধর করে ফিরোজ বাঘার ৬৫টি, নুরনবীর ৩০টি, জামালের ৩২টি, দুলালের ২২টি, সালাউদ্দিনের ১৩টি, আনোয়ারের ৪০টি মহিষ তাড়া করে উত্তর দিকে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গেলে জসিম এবং অপর রাখাল জমিরকে অস্ত্রের মুখে ট্রলারে তুলে মদনপুর চরের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে সুযোগ বুঝে হঠাৎ জসিম উদ্দিন নদীতে লাফিয়ে পড়ে। পরে জেলেরা তাকে উদ্ধার করে। এদিকে মহিষের মালিক ফিরোজ বাঘা জানান, মদনপুর চরের সর্দার জাফর প-িতসহ একটি প্রভাবশালী গ্রুপ চরে মহিষকে ঘাস খাওয়ার জন্য চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় ভোরে দুই শতাধিক মহিষ লুট করে নিয়েছে। কুমিল্লায় হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ভবন নির্মাণ
×