ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই আবার দখল হয়ে যাচ্ছে জায়গা

প্রকাশিত: ০৩:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই  আবার দখল হয়ে  যাচ্ছে জায়গা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন ভবনে কার পার্কিংয়ের জায়গা দখলমুক্ত করার অভিযান পরিচালনা করছে রাজউক। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই আবার দখল হয়ে যাচ্ছে এসব জায়গা। ফলে সরকারের টাকা খরচ হলেও কোন কাজে আসছে না এ অভিযান। বিশ্লেষকরা বলছেন, কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর জবাবদিহিতার অভাবেই অবস্থার পরিবর্তন হচ্ছে না। আর কর্তৃপক্ষ বলছেন, কঠোর নজরদারি রয়েছে তাদের। রাজধানীর মিরপুর রোডে বেশ কয়েকটি ভবনে কয়েক দিন আগে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে খোদ রাজউকের দোহাই দিয়েই এখানে আবার দখল করা হয়েছে কার পার্কিংয়ের জায়গা। একই রোডে একটি হোটেলের ভেঙ্গে দেয়া অংশ দখল করে দেয়াল নির্মাণ করছে মালিক পক্ষ। তবে সংবাদ কর্মীর উপস্থিতি টের পেয়ে নির্মাণ বন্ধ রেখে ভেঙ্গে দেয়া হয় দেয়ালটি। দোষ চাপানো হয় কর্মচারীদের ওপর। অন্যদিকে উত্তরার একটি রেস্টুরেন্টের কিছু অংশ ভেঙ্গে দিয়ে বাকি অংশ সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল রাজউক। কিন্তু সরানো তো দূরে থাক নতুন করে ভাঙ্গা অংশ জোড়া লাগানোর কাজে ব্যস্ত তারা। এরকম অবস্থা এখন প্রায় সব এলাকাতেই। এসবের পেছনে রাজউকের মৌখিক অনুমোদন রয়েছে বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন দখলদাররা। বিশ্লেষকরা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা আর তদারকির অভাবেই কাজে আসছে না এসব উদ্যোগ। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘রাজউকের পরিচালনার দুর্বলতা আছে সবাই জানে। তাদের আইন মানাতে পারছে ন। সেটাও আমরা জানি। কেন মানাতে পারছে না তখন তারা বলবে আমাদের জনবল নেই, তাহলে জনবল নাই কেন। অথবা যে জনবল আছে সেটা সঠিকভাবে কাজ করুক। সরকারের দায়িত্ব হবে রাজউকের ওপর পর্যালোচনা করা। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন, রাজউকের কেউ এর সঙ্গে জড়িত থাকলে নেয়া হবে কঠোর ব্যবস্থা। এ ব্যাপারে রাজউকের চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভুইয়া বলেন, ‘জোনাল ডিরেক্টরদের আমি নির্দেশ দিয়েছি যার যার এলাকা উচ্ছেদের পর যদি স্থাপনা গড়ে উঠে তাহলে তার জন্য সেই দায়ী হবে।’ রাজউকের তথ্যমতে, রাজধানীতে কয়েক হাজার ভবন মালিকরা পার্কিংয়ের জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। যানজট নিয়ন্ত্রণে এসব দখলমুক্ত করতে তিন মাসব্যাপী অভিযান পরিচালনা করছেন তারা। নগরবাসীর ভোগান্তি কমাতে নেয়া এই মহৎ উদ্যোগটি কিছু মানুষের অসৎ উপায় অবলম্বনে যেন ব্যর্থ হয়ে না যায় সে বিষয়ে কর্তৃপক্ষ আরেকটু যতœবান হবেনÑ এমন দাবিই সংশ্লিষ্ট সব পক্ষের।
×