ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

সাতক্ষীরার খালেক মণ্ডলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

প্রকাশিত: ০৫:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

সাতক্ষীরার খালেক মণ্ডলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সাংসদ আব্দুল খালেক ম-লের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন প্রসিকিউশন। ৮ মে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে মামলা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম এবং প্রসিকিউটর সুলতানা রেজিয়া। মামলার অগ্রগতি তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে নিজ বাড়ি থেকে আব্দুল খালেক ম-লকে গ্রেফতার করে পুলিশ। পরে সাতক্ষীরা এলাকায় জামায়াতের আমির আব্দুল খালেক ম-লের বিরুদ্ধে তিনটি মামলার মধ্যে একাত্তরে নিহত মোস্তফা গাজী নামে একজনকে হত্যার অভিযোগে তাকে ট্রাইব্যুনালের অধীনে গ্রেফতার দেখানো হয়। একাত্তরে শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার দায়ে ২০০৯ সালের ২ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেন রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় রাজাকারবাহিনীর নেতৃত্বে থেকে বেশ কয়েকটি হত্যা, ধর্ষণসহ হিন্দু পরিবারের জমি ও বাড়ি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলার বিবরণে জানা যায়, আসামি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারসহ সহজ সরল মানুষের উপর অত্যাচার করে। অনেককে হত্যা করা হয়। মহিলাদের ধর্ষণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরার রাজাকার কমান্ডারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। খালেক ম-লের নিদেশে সাতক্ষীরায় বহু লোককে হত্যা করা হয়।
×