ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগুন জ্বালালেই ওয়াইফাই

প্রকাশিত: ০৪:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আগুন জ্বালালেই ওয়াইফাই

জার্মানির একটি জাদুঘরে রাখা অদ্ভুত এই পাথরের সামনে গিয়ে আগুন জ্বালালেই ওয়াইফাই সিগন্যাল চালু হয়ে যায়। তবে পাথরের এই ক্ষমতাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা পাথরটিকে কেটে এর ভেতরে একটি থার্মো ইলেক্ট্রিক জেনারেটর বসিয়ে দিয়েছেন। তাই পাথরের গায়ের কাছে আগুন জ্বালালেই সেটা উত্তপ্ত হয়ে ওঠে। আর সেই তাপকে বিদ্যুতে পরিণত করে। আর এই বিদ্যুত মিলতেই মিউজিয়ামের ওয়াইফাই রাউটার চালু হয়ে যায়। এই পাথরটির নাম দেয়া হয়েছে ‘কিপ এলাইভ’। -ওয়েবসাইট ১৪৮ বছর পরেও আফটার শক ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ১৮৬৮ সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ হাওয়াইয়ে। সেই ভূমিকম্পের পর এখনও এই দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গা আফটার শকে কেঁপে ওঠে। আফটার শকের ফলে পাঁচবার অগ্ন্যুৎপাত হয়। ২০০০ সালের পর থেকে কম্পনের মাত্রা অনেক কমে গিয়েছে। ওই ভূমিকম্পে ৭৭ জন মারা যায়। Ñজিনিউজ
×