ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভালুকায় বিশ্ব বাংলা কবিতা উৎসব ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৬:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৬

ভালুকায় বিশ্ব বাংলা কবিতা উৎসব ও সম্মাননা প্রদান

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলার ডাকাতিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ময়মনসিংহ সংস্কৃতিচর্চা কেন্দ্র ঢাকার উদ্যোগে শুক্রবার দিনব্যাপী বিশ্ব বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা। প্রধান আলোচক ছিলেন কবি আসলাম সানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মনিরা সুলতানা মনি, ইউপি চেয়ারম্যান আতিকুজ্জামান লস্কর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক মনি, কবি ফরিদ আহম্মেদ দুলাল, আতাউর রহমান কামাল, আবুল কালাম আজাদ, কবি লুৎফর চৌধুরী প্রমুখ। পরে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ ভালুকা আসনে চারবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ ও ব্যাবসায়ী এমএ ওয়াহেদকে মাদার তেরেসা সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।
×