ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিসি এখনও ভারতীয়দের প্রধান প্লাটফর্ম

প্রকাশিত: ০৬:০০, ২০ ফেব্রুয়ারি ২০১৬

পিসি এখনও ভারতীয়দের প্রধান প্লাটফর্ম

আউট ব্রেইন হলো কনটেন্ট রিকমেনডেশন মডিউল যা সম্ভবত আপনি অনেক ওয়ের পেজের শেষাংশে দেখেছেন। এই মডিউল ১৯ কোটি কনটেন্ট রিকমেনডেশন তৈরি করে প্রতি মাসে ৫৫ কোটিরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিয়ে থাকে। আউট ব্রেইন সমস্ত ড্যাটাকে একটা রিপোর্টে সংকুচিত করে থাকে। ২০১৪ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আউট ব্রেইনের গ্লোবাল মিডিয়া নেটওয়ার্কে যে সব ইউসেজ প্যাটার্ন দেখা গেছে তার ভিত্তিতে সারা বিশ্বের বিভিন্ন দেশের কনটেন্ট অনলাইনের সঙ্গে ব্যবহারকারীরা কিভাবে যুক্ত হয় এই রিপোর্ট তা তুলনা করে দেখায়। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, ফিলিপিন্স, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ এলাকাগুলো এই রিপোর্টের আওতাভুক্ত। এতে কনটেন্ট ব্যবহারের সর্বোচ্চ রিপোর্টের ডিভাইস ও কনটেন্টের অগ্রাধিকারগুলো পরিমাণ করা হয়। আউট ব্রেইনের রিপোর্টে দেখা গেছে যে, পিসি হলো ভারতীয়দের ক্ষেত্রে প্রধান প্ল্যাটফর্ম যা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মসময়ে ভারতীয়দের কনটেন্ট ব্যবহারের প্রধান প্লাটফর্ম। স্মার্টফোন ও ট্যাবলেটের ব্যবহার পিসিকে ছাড়িয়ে যায় সন্ধ্যা ৬টার পর এবং এই ব্যবহার রাত দশটায় তুঙ্গে পৌঁছায়। ভারতীয়দের পিসি ব্যবহারের হার সর্বোচ্চ। ট্যাবলেট্ ও স্মার্টফোন ব্যবহারের হার সামগ্রিক ট্রাফিকের ৪১ শতাংশ যা বৈশ্বিক গড়ের নিচে। ভারতীয় বাজারে এনড্রয়েড ব্যবহারকারীদের প্রাধান্য। স্মার্টফোনে যাবতীয় কনটেন্টের ৭৬ শতাংশ এনড্রয়েড ব্যবহারকারীরাই করে থাকে। এদিক দিয়ে মালয়েশিয়ার পরই ভারতের স্থান এবং সেটা হলো দ্বিতীয়। ভারতীয়রা ব্যাংকিং ও ফাইন্যান্স ক্যাটিগরিভুক্ত বিনিয়োগ বিষয়ক কনটেন্টই সর্বাধিক মাত্রায় ব্যবহার করে থাকে। মোবাইল প্রযুক্তি এবং ইন্টারনেট ও গেমের ব্যাপারেও তাদের প্রভুত আগ্রহের পরিচয় পাওয়া যায়। আউট ব্র্ইেনের প্রতিদ্বন্দ্বী অন্যান্যের মধ্যে তাবুলা। আউট ব্রেইনকে প্রকাশকদের আয়ের উৎস হিসাবে গুগল এডসেন্সের বিকল্প হিসেবেও তুলনা করা হয়। মূল : শ্রীরাম শর্মা সূত্র : দ্য হামিংটন পোস্ট
×