ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ১২

প্রকাশিত: ০৪:১৬, ২০ ফেব্রুয়ারি ২০১৬

রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ১২

নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার করটিয়া এলাকায় জমি নিয়ে দুপক্ষের মাঝে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়ি ঘরে হামলা ভাংচুর চালিয়ে লুটপাট করে। শুক্রবার দুপুরে ঘটে এ সংঘর্ষের ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, করটিয়া এলাকার মনু মিয়ার সঙ্গে একই এলাকার আলম মিয়ার ৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুর ২টার দিকে জমি মেপে সীমানা করতে যায় মনু মিয়াসহ তার পরিবারের লোকজন। এ নিয়ে মনু মিয়ার পরিবারের সঙ্গে আলম মিয়ার পরিবারের বাকবিত-া হয়। এক পর্যায়ে আলম মিয়ার পরিবারের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মনু মিয়ার পরিবারের ওপর হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষ। নারীসহ চারজনকে কুপিয়ে জখম এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন লাঠিপেটা ও কুপিয়ে জখম করে একই পরিবারের নারীসহ চার জনকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার বাগলা পুটিনা এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাগলা পুটিনা এলাকার আয়েশা খাতুন নামে এক নারী পৈত্রিক সূত্রে মালিক হয়ে এক খ- জমিতে ঘর নির্মাণ করতে যায়। এ সময় আয়েশা খাতুনের ভাই সালাউদ্দিন বাধা প্রদান করেন। এক পর্যায়ে তাদের দুই ভাই-বোনের মধ্যে বাকবিত-া হয়। পরে ভাই সালাউদ্দিনসহ তার লোকজন আয়েশা খাতুন, রাহিমা বেগম, নাজমা আক্তার ও আসাম উদ্দিনকে লাঠিপেটা ও কুপিয়ে জখম করে গুরুতর আহত করা হয়। আ’লীগ নেতার ওপর হামলা নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, ভোলা সদরের ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার সিদ্দিক হাওলাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত নেতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ২ নম্বর ইলিশা ইউনিয়নের দক্ষিণ ইলিশা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আহত আওয়ামী লীগ নেতা সিদ্দিক হাওলাদার জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তার কলেজ পড়ুয়া ছেলে মাকসুদুর রহমান বাবুকে নিয়ে লেপ মুড়িয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত প্রায় ১টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে।
×