ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নির্মম সেলফির শিকার ডলফিন

প্রকাশিত: ০৪:১১, ২০ ফেব্রুয়ারি ২০১৬

নির্মম সেলফির শিকার ডলফিন

আর্জেন্টিনার সান্তা তেরেসিতা সৈকতে মানুষের নির্মম, নিদারুণ, মর্মান্তিক সেলফির শিকার হলো এবার লুপ্তপ্রায় এক ডলফিনের বাচ্চা। প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে মানুষের উন্নত হওয়ার বদলে বরং অবনতিই হয়েছে। আর তাই এ ধরনের নিষ্ঠুরতার সাক্ষী হতে হয় আমাদের প্রতিদিন। খবর জি নিউজের। অনেক মানুষ আছেন যারা সব সময় সেলফিতে মেতে থাকেন। আর কিছু মানুষ আছে যাদের সেলফি তোলার খুব ‘শখ’। সে ‘শখ’ এতই নির্মম যে তার থেকে রেহাই পায় না ডলফিনের বাচ্চাও। সেলফি তোলার অত্যাচারে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয় ওই ডলফিনটিকে। তখনও মানুষের কোন হুঁশ ফেরে না। সমুদ্র সৈকতের বালিতে পড়ে থাকা মৃত ডলফিনটির ছবি তোলে উন্মত্ত জনতা। প্রথমে শিশু ডলফিনটিকে সমুদ্রের পানি থেকে তোলা হয় তারপর এহাত ওহাত ঘুরে চলে ছবি তোলা। এরমধ্যেই কখন যে গরমে ডিহাইড্রেশনের মৃত্যু হয় ওই শিশু ডলফিনটির। কিন্তু মৃত ডলফিনটিও রেহাই পায় না সেলফি প্রেমিকদের ছবিপ্রীতি থেকে। সেলফি উঠতে থাকে মৃত ডলফিনের সঙ্গেও। মৃত ওই ডলফিনটি লা প্লাটা প্রজাতির। মূলত আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ের সৈকতে এদের দেখা মেলে। ইতোমধ্যেই লুপ্তপ্রায় প্রজাতির আওতায় পড়েছে এই ডলফিন। বিশ্বে এই প্রজাতির মাত্র ৩০ হাজার ডলফিন বেঁচে আছে।
×