ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিকিৎসকদের উপস্থিতি নিজেই মনিটরিং করবেন ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

চিকিৎসকদের উপস্থিতি নিজেই মনিটরিং করবেন ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে নিজে মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয় থেকে প্রতিদিন মনিটরিং করবেন। এই উদ্যোগ বাস্তবায়নে সকল প্রযুক্তিগত প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে চিকিৎসকদের কর্মস্থলে চিকিৎসা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে করণীয় বিষয়ে এক সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক উপস্থিতি মনিটরিং করতে সিভিল সার্জনদের আরও সক্রিয় ও কার্যকর হওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে চিকিৎসক না থাকলে তত্ত্বাবধানকারী কর্মকর্তা হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলার সিভিল সার্জনদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসকদের উপস্থিতির ওপর নজরদারি বাড়াতে মন্ত্রণালয়, অধিদফতর ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতিসপ্তাহে বিশেষ সভা করে অনুপস্থিতদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন মোহাম্মদ নাসিম। এর আগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও বারডেম হাসপাতালের প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান, মহাসচিব অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফউদ্দিন, বারডেমের চেয়ারম্যান ডাঃ সারওয়ার আলী, মহাসচিব অধ্যাপক ডাঃ নাজমুন নাহার প্রতিনিধিদলে নেতৃত্ব দেন। পরে জাতীয় অধ্যাপক ডাঃ শাহ্লা খাতুন ও অধ্যাপক ডাঃ রওশন আরার নেতৃত্বে অবস্টেট্রিক্যাল এ্যান্ড গাইনকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব রিপ্রডাক্টিভ এ্যান্ড চাইল্ড হেলথের এক প্রতিনিধিদল সচিবালয়ে মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত করেন।
×