ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাটাতন ভেঙ্গে ব্রিজে ট্রাক আটকা

প্রকাশিত: ০৪:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬

পাটাতন ভেঙ্গে ব্রিজে ট্রাক আটকা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ ফেব্রুয়ারি ॥ মহাদেবপুর আত্রাই নদীর বেইলি ব্রিজের ওপর দিয়ে পাথর বোঝাই ট্রাক পার হওয়ার সময় পাটাতন ও বীম ভেঙ্গে ট্রাক আটকে পড়েছে। ফলে জেলার পোরশা ও নিয়ামতপুর উপজেলাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৮টার দিকে। এ সময় দুর্ঘটনা কবলিত পাথর বোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় যাচ্ছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্রেন দিয়ে ট্রাকটি তুলে ব্রিজের ওপরেই রাখা হয়। এদিন ওই সময় পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ ব্রিজটি মেরামতের কাজ শুরু করতে পারেনি। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় এ ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন শতশত ভারি ও মাঝারি যানবাহন চলাচল করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেকটাই দায়সারা ভাবে জোড়াতালি দিয়ে ব্রিজটি চালু করে রেখেছে। জেসি বোস ইনস্টিটিউশনে তালা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেসি বোস ইনস্টিটিউশনে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা এইচএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কলেজটির অধ্যক্ষের অপসারণ দাবি করে। আন্দোলনকারীরা মিছিলসহ টায়ার জ্বালানোর চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল স্যার জগদীশ চন্দ্র বসু (জেসি বোস) ইনস্টিটিউশনের এই ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বিঘিœত হয়। কলেজ পরিচালনা কমিটির সদস্য আলী নূর জানান, নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হয়। এ পরীক্ষায় অংশ নেয়া চার বিষয়ে অকৃতকার্য ২৪ জনকে চূড়ান্ত পরীক্ষার অযোগ্য বলে ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। আন্দোলনকারীরা জানায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ফজলে সোবাহান কাউকে না জানিয়ে অযোগ্যদের মধ্য থেকে সুমা আক্তার ও ফাহাদ খানকে অর্থের বিনিময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়ার ফরম ফিলাপ করে বোর্ডে জমা দিয়েছেন।
×