ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৭:০৮, ১ ফেব্রুয়ারি ২০১৬

মানুষ মানুষের জন্য

কথায় বলে মানুষই নাকি মানুষের বড় শত্রু। তাই অনেকেই মানুষের সঙ্গে কোন ধরনের লেনদেনে যান না। এই বুঝি ধরা খেয়ে যাব- এমন মন-মানসিকতা প্রকাশ করেন। এভাবে মানুষ সম্পর্কে ধারণা করে কখনই জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায় না। মানুষের পাশে থেকে মানুষের সুখ-দুঃখ ভাগ করে চলতে পারার নামই জীবন। জীবন চলার পথে বাধা থাকবেই। তাই বলে একে অপরের উপকারে আসব না তা তো হতে পারে না। মানুষ মানুষের শত্রু যেমন সত্য, ঠিক তেমনি মানুষ মানুষেরই পরম বন্ধু। বিপদ-আপদে মানুষই একে অপরের সাহায্যে এগিয়ে আসে। দেশজুড়ে এখন বইছে কনকনে হিমেল হাওয়া। আমাদের মতো উন্নয়নশীল দেশে অনেক দরিদ্র মানুষ রয়েছে যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। আর এদের জন্যই সামর্থ্যবান এগিয়ে এসেছে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে। রয়েছে বেশকিছু সামাজিক সংগঠন, যারা নিজেদের গাঁটের টাকা খরচ করে শীতবস্ত্র কিনছে দরিদ্র মানুষের জন্য। এমনই এক প্রতিষ্ঠান জেসিআই। জেসিআই ঢাকা সাউথের পক্ষ থেকে কুমিল্লার লাকসামে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেনÑ জেসিআই বাংলাদেশের সভাপতি সাখাওয়াৎ হোসেন মামুন, জেসিআই ঢাকা সাউথের সভাপতি তানভীর আমানসহ অন্য সদস্যবৃন্দ। এরা শুধু শীতবস্ত্র বিতরণই নয়; গ্রামীণ পটভূমি উন্নয়নে বদ্ধপরিকর, যা সত্যিকারার্থেই আমাদের সমাজের জন্য ইতিবাচক। তাই শুধু শুধু মানুষ সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ না করে সময় এসেছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর। মানুষ তো মানুষেরই জন্য। যাপিত ডেস্ক
×